Hooghly News: গোঘাটের দুয়ারে সরকার শিবিরে চক্ষু পরীক্ষা, মিলছে চশমাও
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
দুয়ারে সরকারে চালু হয়েছে চোখের আলোর প্রকল্প, যে সমস্ত মানুষের চোখের সমস্যা আছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে পারবে এই শিবিরে।
গোঘাট: এবার দুয়ারে সরকারে অভিনব উদ্যোগ গ্রহণ করল হুগলির গোঘটের বেঙ্গাই পঞ্চায়েত। বিভিন্ন প্রকল্পের যেমন সুবিধা পাবে ঠিক অন্যদিকে এলাকার যে সমস্ত সাধারণ মানুষের চোখের সমস্যা আছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে পারবে এই শিবিরে। এমনকি যাদের চশমার দরকার তাদেরকে পঞ্চায়েত থেকে দেওয়া হবে। পঞ্চায়েতের এই উদ্যোগে দুয়ারে সরকারে বিভিন্ন সাধারণ মানুষ যেমন কাজে আসছেন আর সেই সময়ই ব্যাপক ভিড় দেখা যাচ্ছে চক্ষু পরীক্ষা কেন্দ্রে। পঞ্চায়েতের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষ।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে দুয়ারে সরকার পরিষেবা চালু করেছেন। এই পরিষেবা নিজের পঞ্চায়েতে সংলগ্ন এলাকায় যেকোনো পরিষেবা পেতে উদ্যোগ নিয়েছেন। এখান থেকে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী কৃষকবন্ধু সহ চালু হয়েছে চোখের আলোর প্রকল্প পরিষেবা করেছেন। অনেক মানুষ আছেন অর্থের অভাবে চোখের সমস্যা থাকলেও পরীক্ষা করাতে পারে না। তাই এদিন পঞ্চায়েত নিজে উদ্যোগে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য শুরু করেছেন।
advertisement
advertisement
দুয়ারে সরকারের এক বয়স্ক মহিলা জানান, হঠাৎই জানতে পারলাম এখানে এসে চক্ষু পরীক্ষা করা হচ্ছে এবং সম্পূর্ণভাবে বিনা পয়সায়। তাই এখানে নিজের চোখ পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়েছি। পঞ্চায়েত সাধারণ মানুষের কথা ভেবে এই উদ্যোগ গ্রহণ করায় বেজায় খুশির প্রত্যেকেই। পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মন্ডল জানিয়েছেন সব সময় আমাদের সরকার মানুষের পাশে থেকেছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাই দুয়ারে সরকারের মধ্য দিয়ে এলাকার অনেক গরীব মানুষ আছে তাদের চোখের সমস্যা থাকলেও তারা সেভাবে যোগাযোগ করতে পারেনা। তাই সম্পূর্ণভাবে পঞ্চায়েতের উদ্যোগে করা হয়েছে।
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 6:05 PM IST