‘পাইয়ে দেওয়া হয়েছে চাকরি’, তোলা চেয়ে প্রাথমিক শিক্ষককে জুলুম নেতার

Last Updated:

নিজের শিক্ষাগত যোগ্যতায় প্রাইমারী স্কুলে চাকরি পাবার পরও তোলা চেয়ে হুমকি এল তৃণমূল নেতার।

#নদিয়া: বহু বাধা বিপত্তির পর মিলল প্রাইমারি স্কুলে চাকরি ৷ তাতেও শান্তি নেই ৷ চাকরি পাওয়ার পর এবার তাড়া করল আতঙ্ক ৷
নিজের শিক্ষাগত যোগ্যতায় প্রাইমারী স্কুলে চাকরি পাবার পরও তোলা চেয়ে হুমকি এল তৃণমূল নেতার। শেষমেষ অত্যাচার সহ্যসীমা ছাড়া ওই শিক্ষক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা করেন।
অভিযোগ, ধানতলার বাসিন্দা মৃত্যুঞ্জয় সাহা নামে এক যুবক ৷ গত ফেব্রুয়ারি মাসে দেবীপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান ৷ কাজে জয়েন করার পর থেকেই মৃত্যুঞ্জয়র সাহার কাছে আসতে থাকে হুমকি ৷ বাড়িতে গিয়ে যুগল সরকার ও প্রশান্ত সাহা নামে দুই ব্যক্তি বলেন, তৃণমূল নেতা জগন্নাথ রায় তাদের পাঠিয়েছেন ৷ অবিলম্বে ছয় লাখ টাকা দিতে হবে, নাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে।
advertisement
advertisement
তাদের দাবি, মৃত্যুঞ্জয় সাহার প্রাইমারি স্কুলের চাকরি এটি দলের তরফ থেকে দেওয়া হয়েছে তাই তাদের টাকা দিতে হবে।
এদিকে টাকা চাওয়ার হুমকিতে ভয়ে সিটিয়ে আছেন মৃত্যুঞ্জয়। তিনি জানান ,তার যা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে এমএ পর্যন্ত তাতে কোনো রাজনৈতিক দলের সুপারিশ করবার প্রয়োজন নেই।
অন্যদিকে জগন্নাথ রায়ের পাল্টা দাবি, তিনি নদিয়া জেলার যুব সহ সভাপতি। পেশায় শিক্ষক বলে তাঁর নামের সাথে কালিমা লিপ্ত করতে কেউ এগুলি করছে। থানা ডাকলে সময়মতো তিনি উত্তর দেবেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘পাইয়ে দেওয়া হয়েছে চাকরি’, তোলা চেয়ে প্রাথমিক শিক্ষককে জুলুম নেতার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement