Home /News /south-bengal /

বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার, গাড়ি থেকে মিলল সাড়ে ৪ হাজার ডিটোনেটর

বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার, গাড়ি থেকে মিলল সাড়ে ৪ হাজার ডিটোনেটর

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার। মহম্মদবাজারে গাড়ি থেকে উদ্ধার সাড়ে ৪ হাজার ডিটোনেটর ও ৪ হাজার ৮০০ জিলেটিন স্টিক। গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।

 • Share this:

  #বীরভূমে: বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার। মহম্মদবাজারে গাড়ি থেকে উদ্ধার সাড়ে ৪ হাজার ডিটোনেটর ও ৪ হাজার ৮০০ জিলেটিন স্টিক। গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

  আরও পড়ুন: ব্যবসা কমল পতঞ্জলির, সবথেকে কম বিক্রি হচ্ছে ঘি, মধু

  এছাড়াও  মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ধৃত ২। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সামশেরগঞ্জে ধৃত ২ জনের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭টি সেভেন এমএম পিস্তল, ৩টি ওয়ান শটার ও ১০টি কার্তুজ। কালিয়াচক থেকে আগ্নেয়াস্ত্রগলি আনা হয়।ধৃতদের বাড়ি মালদহের কালিয়াচকে। অন্যদিকে ক্যানিংয়ে মাতলা সেতুর উপর থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতীরা লুঠের জন্য জমায়েত হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।

  First published:

  Tags: Birbhum, Explosives

  পরবর্তী খবর