West Bengal News: সাতসকালে বিকট শব্দে কেঁপে উঠল টিটাগড়! পাঁচতলা আবাসনের দেওয়াল উড়ে পড়ল বস্তিতে! কী ছিল ঘরে? চাঞ্চল্য

Last Updated:

West Bengal News: বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগর, দেওয়াল উড়ে গিয়ে পড়ল বস্তিতে। টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনের চিলেকোঠায় হঠাৎই এদিন সকালে বিকট বিস্ফোরণ ঘটে। আওয়াজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

+
ঘটনাস্থল

ঘটনাস্থল

টিটাগড়: বিস্ফোরণে কেঁপে উঠল চারদিক, বিকট শব্দে ঘুম ভাঙতেই এলাকার মানুষ দেখলেন বহুতল আবাসনের ভয়ঙ্কর অবস্থা, আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ল টিটাগড় এলাকায়। জানা গিয়েছে, টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনের চিলেকোঠায় হঠাৎই এদিন সকালে বিকট বিস্ফোরণ ঘটে। আওয়াজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আওয়াজ এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের তিন-চারটি ঘর ভেঙে যায়, যদিও ঘরে কেউ না থাকায় বড় ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়দের অনুমান ওই ঘরে বোমা মজুত রাখা ছিল। সেই বোমা বিস্ফোরণেই কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টিটাগড় থানার পুলিশ। ছুটে আসেন টিটাগড় পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধানও। যে বহুতলে এই ঘটনা ঘটেছে, সেই বহুতলে আবাসনে দু’জন জনপ্রতিনিধির ঘরও রয়েছে বলে জানান পৌরপ্রধান কমলেশ সাউ।
আরও পড়ুনঃ জ্যোতির সঙ্গে পুরীর মন্দির, বিচে ছবি! প্রিয়াঙ্কাও পাক গুপ্তচর? পাচার করতেন জরুরি নথি, ছবি? ইন্টেলিজেন্সের র‍্যাডারে ইউটিউবার
আবাসনটিতে বহু পরিবারের বাস, তবে যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেখানে কেউ থাকতেন না। জানা যায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দেওয়াল উড়ে গিয়ে পাশের এক বস্তিতে পড়ে, সেখানেও ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়ি। কীভাবে এই বিস্ফোরণ? বোমা নাকি অন্য কিছু! গোটা ঘটনাস্থল ঘিরে ফেলে এখন তদন্ত করে দেখছে টিটাগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনায় এলাকার মানুষও আতঙ্কিত।
advertisement
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সাতসকালে বিকট শব্দে কেঁপে উঠল টিটাগড়! পাঁচতলা আবাসনের দেওয়াল উড়ে পড়ল বস্তিতে! কী ছিল ঘরে? চাঞ্চল্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement