IIT Kharagpur: কেমন আছে জাতীয় সড়ক? নতুন পদ্ধতিতে পরীক্ষা করল আইআইটি খড়গপুর
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
IIT Kharagpur: জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষায় এবার নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। নন ডেসট্রাক্টিভ মোডে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে
পশ্চিম মেদিনীপুর: জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ফাটল। কিছু জায়গা মেরামতি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে এবার জাতীয় সড়কের কোনও অংশ না ভেঙে, সড়কের লোড ক্ষমতা, কতটা টেকসই আছে এবং স্বাস্থ্য পরীক্ষা হল। তদন্ত করে দেখলেন আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞ টিম।
জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষায় এবার নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। নন ডেসট্রাক্টিভ মোডে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে। তিন থেকে চার মাস ধরে বিভিন্ন পদ্ধতিতে চলবে জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষার কাজ। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় অত্যাধুনিক যন্ত্র লাগিয়ে পরীক্ষা করে দেখছে আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞ কমিটি।
advertisement
advertisement
প্রসঙ্গত প্রতিদিনই জাতীয় সড়কে গাড়ির চাপ বাড়ছে। বাড়ছে লোডও। ফলে ধীরে ধীরে ক্ষতি হচ্ছে জাতীয় সড়কের। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। যার ফলে দৈনন্দিন একাধিক দুর্ঘটনা ঘটে চলেছে। এদিকে খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কে তৈরি করা হয়েছে আপতকালীন যুদ্ধবিমান ওঠানামার জন্য রানওয়ে। স্বাভাবিকভাবে এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর জন্য সাহায্য নেওয়া হয়েছে আইআইটি খড়গপুরের।
advertisement
জানা গিয়েছে, জাতীয় সড়কে দুটি কংক্রিট পয়েন্টের মধ্যে যে জয়েন্ট থাকে সেই জয়েন্টের নিচে থাকা আয়রন বারের অবস্থান, গুণগত মান পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি কংক্রিটের মেটেরিয়াল কেমন রয়েছে তাও দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ কমিটি। এরপর পূর্ণাঙ্গ তদন্তের পর রিপোর্ট তুলে দেওয়া হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2024 9:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT Kharagpur: কেমন আছে জাতীয় সড়ক? নতুন পদ্ধতিতে পরীক্ষা করল আইআইটি খড়গপুর







