Dangerous Bridge: আবারও নলহাটির জগধারী সেতুতে ফাটল! বিপদের আশঙ্কা নিয়েই চলাচল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Dangerous Bridge: জাতীয় সড়কের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত গড়াই জানান, সেতুটি ১৯৬০ সালের তৈরি। ভার বহনের ক্ষমতা কমছে। নতুন সেতু না হলে এভাবেই পরিস্থিতি সামাল দিতে হবে
বীরভূম: আবারও ফাটল ধরল জাতীয় সড়কের উপর অবস্থিত নলহাটির জগধারী সেতুতে। যদিও তড়িঘড়ি জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই ফাটল মেরামত করে তা চলাচলের উপযুক্ত করে দিয়েছে। সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সেতুটি জরাজীর্ণ হয়ে গিয়েছে।
জাতীয় সড়কের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত গড়াই জানান, সেতুটি ১৯৬০ সালের তৈরি। ভার বহনের ক্ষমতা কমছে। নতুন সেতু না হলে এভাবেই পরিস্থিতি সামাল দিতে হবে। এই সেতুর উপ দিয়েই প্রত্যেকদিন প্রায় ৩০ থেকে ৪০ হাজার লোক যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে যাওয়া যায় ওমরপুর, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। নলহাটির পথে জাতীয় সড়ক সংস্কার করে নতুন করে করা হয়েছে। কিন্তু ব্রাহ্মণী নদীর উপর জগধরী সেতুর সংস্কার হয়নি। ৬৪ বছর আগে তৈরি সেতুর উপর ভারি পাথর বোঝাই লরি, ট্রেলার গিয়ে তার ধারণ ক্ষমতা কমিয়ে দিয়েছে। তাই প্রায় সময় সেতুর মাঝে মাঝে ফাটল দেখা দিচ্ছে।
advertisement
advertisement
নলহাটির বাসিন্দা রাজেশ তেওয়ারি জানান, ‘বাইক নিয়ে এই সেতুর উপর দিয়ে যেতে ভয় করছে। ভারি পাথর বোঝাই লরি যায়। পাশ দিয়ে গেলে কাঁপে। কোনওদিন দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দিয়ে মুখবন্ধের চেষ্টা হবে। তবু সময়ে সারানো হবে না।
advertisement
স্থানীয়দের দাবি, রাস্তা যখন ভাল হয়েছে সেতুও ভাল করা দরকার। না হলে বিপদ বাড়বে। তবে কবে ঠিক হবে তার কোনও নির্দিষ্ট দিন জানা নেই কারোর। প্রসঙ্গত এর আগেও ওই সেতুতে একটি জায়গায় বড় আকারের ফাটল দেখা দিয়েছিল। তবে সেটা শীঘ্রই মেরামত করে ফেলা হয়।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2024 9:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dangerous Bridge: আবারও নলহাটির জগধারী সেতুতে ফাটল! বিপদের আশঙ্কা নিয়েই চলাচল