Exceptional Artist: শিল্পীর এ কেমন নেশা! জানলে অবাক হবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Exceptional Artist: এভাবেই কখনও ফুল, প্রজাপতি, ফুলদানি কীটপতঙ্গ, জীব-জন্তু, পাখি আরও কত শত ঘর সাজানোর জিনিস তৈরি করছেন গোবিন্দবাবু
হাওড়া: প্রায় এক ফুট লম্বা ফড়িং, ৮-১০ ইঞ্চির মাকড়সা, ইয়া বড় মৌমাছি, প্রজাপতি, মাছি আরও কত কী। এই শিল্পীর সৃষ্টি দেখলেই চোখ উঠবে কপালে। খুব সাধারণ ফেলে দেওয়া জিনিস দিয়ে এই সমস্ত চমকে দেওয়া জিনিস তৈরি করেন শিল্পী গোবিন্দবাবু। তাঁর হাতের কাজ সকলকেই চমকে দেয়। এইভাবে সৃষ্টি যেন তাঁর নেশা হয়ে দাঁড়িয়েছে।
এভাবেই কখনও ফুল, প্রজাপতি, ফুলদানি কীটপতঙ্গ, জীব-জন্তু, পাখি আরও কত শত ঘর সাজানোর জিনিস তৈরি করছেন গোবিন্দবাবু। এই কীটপতঙ্গ তৈরি করেন গাছের শুকনো পাতা, ফল ও বাতিল জিনিস দিয়ে। এই সমস্ত জিনিস ৮ থেকে ৮০ বয়সের মানুষ সকলকে বেশ আকর্ষণ করে। এভাবে সকলকে আনন্দ দেওয়াই গোবিন্দবাবুর নেশা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
শিল্পের উপকরণ সংগ্রহের জন্য মাঝে মধ্যেই গোবিন্দবাবুকে দেখা যায় গাছ তলায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে। এই সমস্ত পড়ে থাকা জিনিস সংগ্রহ করতে দেখলেই মানুষের আগ্রহ বা কৌতুহল বেড়ে যায়। যারা জানেন তাঁরা বুঝতে পারেন আবার নতুন কিছু একটা সৃষ্টি হবে। শিল্পী নিজে জানিয়েছেন, এই সৃষ্টির নেশাতেই তিনি বাতিল ফেলে দেওয়া মামুলি জিনিসপত্র দিয়ে এইভাবে একের পর এক জিনিস তৈরি করে চলেছেন। এটা তাঁর কাছে নেশার মত হয়ে গিয়েছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2024 7:10 PM IST