South 24 Parganas News: ২ মাসে ৩ বার! পাথরপ্রতিমায় কেন বারবার আসছে কুমির! চিন্তায় বনদফতর
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
২ মাসে ৩ বার পাথরপ্রতিমায় কুমির আসায় আতঙ্কিত সকলেই। এই ঘটনায় চিন্তিত বনদফতর। এরআগে গত এক মাসের ব্যবধানে পাথরপ্রতিমার রাক্ষসখালি গ্রামে একই পুকুর থেকে দু'বার জালবন্দি করা হয়েছিল একটি কুমিরকে। এবার কিশোরী নগর থেকে কুমির উদ্ধার হয়েছে।
নবাব মল্লিক, পাথরপ্রতিমা: ২ মাসে ৩ বার পাথরপ্রতিমায় কুমির আসায় আতঙ্কিত সকলেই। এই ঘটনায় চিন্তিত বনদফতর। এর আগে গত এক মাসের ব্যবধানে পাথরপ্রতিমার রাক্ষসখালি গ্রামে একই পুকুর থেকে দু’বার জালবন্দি করা হয়েছিল একটি কুমিরকে। এবার কিশোরী নগর থেকে কুমির উদ্ধার হয়েছে।
কিশোরী নগর থেকে ধরা পড়া কুমিরটি ৯ ফুট দৈর্ঘ্যের। এই নিয়ে দুইমাসে তিনবার লোকালয়ের পুকুরে জালবন্দি হয়েছে কুমির।
আরও পড়ুন: কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
কেন বারবার লোকালয়ে কুমির ঢুকে পড়ছে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বনদফতরের আধিকারিকদের কপালে। আতঙ্ক ছড়িয়েছে পাথরপ্রতিমার গ্রামগুলিতেও।
advertisement
advertisement
পুকুরে কুমির ঢুকে পড়তেই গ্রামবাসীরা খবর দেয় ভাগবতপুর রেঞ্জের। কিছুক্ষণের মধ্যেই বনকর্মীরা এসে পুকুরে জাল দিয়ে ঘিরে ফেলেন। কিন্তু পুকুরে জল বেশি থাকায় সারারাত চেষ্টা করেও কুমিরটিকে জালবন্দি করা সম্ভব হয়নি।
বর্তমানে উদ্ধার করে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার কুমিরটিকে লোথিয়ান দ্বীপের সপ্তমুখী নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
প্রথমবার যে কুমিরটি পুকুরপাড়ে ডিম দেয়। তাকে জালবন্দি করে নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে সেটি ডিমের টানেই ফের ফেরত এসে ওই পুকুরে ঢুকে পড়ে। কিন্তু এই কুমিরটি আলাদা কুমির বলে জানা গিয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 4:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ২ মাসে ৩ বার! পাথরপ্রতিমায় কেন বারবার আসছে কুমির! চিন্তায় বনদফতর