Laxmi Bhandar News: লক্ষ্মীর ভাণ্ডারে ১০০০ টাকা! শান্তিপুর শহরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে অকাল হোলি, চকোলেট বিতরণ

Last Updated:

Nadia News: সম্প্রতি বাজেটে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে সরকারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ থেকে করা হয়েছে ১০০০ টাকা প্রতি মাসে

লক্ষীর ভান্ডার ৫০০ থেকে বেরিয়ে ১০০০ হওয়ায় খুশি সকলেই
লক্ষীর ভান্ডার ৫০০ থেকে বেরিয়ে ১০০০ হওয়ায় খুশি সকলেই
নদিয়া: ২০১১ সালের আগে অভাবের তাড়নায় পড়াশোনা করা অবস্থায় বাল্যবিবাহের প্রবণতা এখন অনেকটাই কমেছে। একসময় পরিবারের সদ্যজাত কন্যা নিয়ে কোনও উচ্ছ্বাস ছিল না পরিবারের। পড়াশোনার সুযোগ মিলতো শুধু ছেলেদেরই, কিন্তু আজ সকলেই চান পরিবারে আসুক লক্ষ্মী অর্থাৎ কন্যা সন্তান। ওয়াকিবহাল মহলের মতে এমনই আমূল পরিবর্তন সম্ভব হয়েছে হয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সম্প্রতি বাজেটে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে সরকারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে৷ ৫০০ টাকা থেকে করা হয়েছে ১০০০ টাকা প্রতি মাসে। আর তার ফলেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে মহিলা মহলে।
এদিন নদিয়ার শান্তিপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইগাছি মোড়ে এক উচ্ছ্বাস সভা আয়োজিত হয়। যেখানে শহরের দুই ও আট নম্বরের কাউন্সিলর পুষ্পা দাস এবং রুপা ঘোষ কর সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যা এবং নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারা নিজেদের মধ্যে সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন। পথচারীদের বিতরণ করেন চকলেট।
advertisement
আরও পড়ুনBankura Tourism: বিষ্ণুপুরে শুধু টেরাকোটার মন্দিরই নয়, লুকানো রয়েছে বড় ‘সারপ্রাইজ’, দেরি না করে ঘুরে আসুন
প্রায় পাঁচ শতাধিক মহিলা এদিন উপস্থিত ছিলেন এই সভায়। বিভিন্ন ওয়ার্ড নেতৃত্ব তাদের নিজে নিজে উপলব্ধি বর্ণনা করে বলেন, “বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কখনও উত্তর প্রদেশ কখনও বা গুজরাট মহিলারা নিপীড়িত লাঞ্ছিত এ বাংলায় সুরক্ষিত মহিলা মহল। যারা বিগত দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন তারা আজ বিভিন্ন সরকারি প্রকল্পের জেরে উপকৃত। তাই আগামী ২৪ এ নির্বাচনে কেন্দ্রের বর্তমান সরকারকে দূরে সরিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সহযোগিতায় গড়ে উঠবে নতুন সরকার।”
advertisement
advertisement
নেত্রী মিঠু ধর চক্রবর্তী বলেন, “রাজনৈতিক বিরুদ্ধচারণের জন্য যারা বিরূপ মন্তব্য করছেন তারাও রাজ্য সরকারি সুফল পাচ্ছেন। জন্ম থেকে মৃত্যু শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই কোনও না কোনও প্রকল্পে উপকৃত। অথচ কেন্দ্রে বিজেপির সরকার থাকা সত্ত্বেও এ রাজ্যের সেই সরকারের কোনও জনমুখী প্রকল্প সাধারণ মানুষ পায় না। বরং উল্টে বেসরকারিকরণ বিলগ্নীকরণ ধর্মে ধর্মে বিদ্বেষ সৃষ্টি করে বাংলার সংস্কৃতি পরম্পরা নষ্ট করছে।”
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmi Bhandar News: লক্ষ্মীর ভাণ্ডারে ১০০০ টাকা! শান্তিপুর শহরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে অকাল হোলি, চকোলেট বিতরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement