Home /News /south-bengal /
ভোট গ্রহণ পর্বের পরও রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুর

ভোট গ্রহণ পর্বের পরও রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুর

representative image

representative image

ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পরও রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুর

 • Share this:

  #দক্ষিণ দিনাজপুর: জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তির ঘটনা এখনও বহাল রয়েছে! গতকাল ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পরও অশান্তি অব্যাহত থাকে দক্ষিণ দিনাজপুরের নানা অঞ্চলে। সোমবার রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বালুরঘাটের ভাটপাড়া এলাকার চড়পাড়ায় বেশ কয়েকটি বাড়িতে দুষ্কৃতীর হামলায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

  গভীর রাতে চরপাড়ার বাসিন্দা বিজেপি প্রার্থী শম্পা শীলের বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতী ভাঙচুর চালায়। জানা গিয়েছে, তারা বাইকে চেপে এসেছিল। ওই এলাকার অন্য আরও চারটি বাড়িতেও চলে অবাধে তান্ডব! দরজা-জানলা, আসবাবপত্র, টিভি, ফ্যান সমস্ত কিছু আছড়ে ভেঙে ফেলা হয়। এমনকী রান্না ঘরে রাখা খাবারও বাইরে ফেলে দেয় দুষ্কৃতীরা।

  মঙ্গলবার সকাল থেকে কুশমন্ডি থানার আমিনপুর এলাকায় শাসকদল বনাম বিজেপির মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে।

  আরও পড়ুন-আমডাঙার উদ্ধার ৪০টি তাজা বোমা, ৫ কেজি মশলা

  First published:

  Tags: Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, Pashchimbanga Panchayat nirbachan 2018, South Dinajpur, West Bengal Panchayat polls 2018

  পরবর্তী খবর