Howrah News: আক্রান্ত পরিবেশকর্মী! পাশে দাঁড়াতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন বহু পরিবেশপ্রেমী

Last Updated:

Howrah News: শুভঙ্কর কোলের উপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন পরিবেশ ও সমাজসেবা মূলক সংগঠনের পক্ষ থেকে মিছিল।

+
এক

এক পরিবেশ কর্মীর পাশে দাঁড়াতেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন পরিবেশপ্রেমীরা!

হাওড়া: প্রতিবাদী সুর চড়িয়ে পথে নামল একদল মানুষ। ”বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।” তবে বর্তমান সময়ে বন্যপ্রাণীরা সম্পূর্ণ সুরক্ষিত নয়। নানা সময়ে বিভিন্নভাবে প্রাণহানির মতো ঘটনা ঘটে চলেছে। সেই দিক থেকে পরিবেশ রক্ষায় ব্রতী বেশ কিছু মানুষ। যারা নিঃস্বার্থভাবে পরিবেশের জন্য অনবরত কাজ করে চলেছে। তবে ভাল কাজ সর্বদা যে প্রশংসনীয় হবে এমনটা কিন্তু নয়। দিনের পর দিন পরিবেশ রক্ষা, বন্য পশু পাখিকে বাঁচানোই কাজ বহু মানুষের।
এই পরিবেশকর্মীদের মধ্যেই একজন পাঁচলা দেউলপুর গ্রামের শুভঙ্কর কোলে। পরিবারে অভাব অনটন থাকলেও পরিবেশ নিয়েও চিন্তিত তিনি। দীর্ঘদিন এই পরিবেশ রক্ষার কাজে যুক্ত। গাছ লাগানো, বন্যপ্রাণী উদ্ধার এবং পরিবেশ রক্ষায় বনদফতরকে সহযোগিতা করাই তাঁর মূল মন্ত্র। নিজের পরিবার আর পরিবেশ এই হল শুভঙ্করের জগৎ।
advertisement
advertisement
পরিবেশ ভালবেসে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যাওয়ার কারণে বিপদ। রাতের অন্ধকারে তাঁর উপর অমানবিক আক্রমণ হওয়ার মূল কারণ বলেই জানান তিনি। জানা যায়, এই কাজের সঙ্গে যুক্ত থাকার ফলে আক্রান্ত হতে হয় তাঁকে। তাঁরই প্রতিবাদে পরিবেশ রক্ষা ও পরিবেশ কর্মীদের নিরাপত্তার দাবিতে বিশেষ কর্মসূচি।
শুভঙ্কর কোলের উপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন পরিবেশ ও সমাজসেবা মূলক সংগঠনের পক্ষ থেকে মিছিল। দেওয়ানঘাট সংলগ্ন অন্নপূর্ণা ব্যায়াম সমিতি থেকে গঙ্গাধরপুর পর্যন্ত পদযাত্রা হয়। হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠনের সদস্যরা এই পদযাত্রায় হাজির ছিলেন।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: আক্রান্ত পরিবেশকর্মী! পাশে দাঁড়াতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন বহু পরিবেশপ্রেমী
Next Article
advertisement
Purba Bardhaman News: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার কে? চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement