Howrah News: আক্রান্ত পরিবেশকর্মী! পাশে দাঁড়াতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন বহু পরিবেশপ্রেমী

Last Updated:

Howrah News: শুভঙ্কর কোলের উপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন পরিবেশ ও সমাজসেবা মূলক সংগঠনের পক্ষ থেকে মিছিল।

+
এক

এক পরিবেশ কর্মীর পাশে দাঁড়াতেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন পরিবেশপ্রেমীরা!

হাওড়া: প্রতিবাদী সুর চড়িয়ে পথে নামল একদল মানুষ। ”বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।” তবে বর্তমান সময়ে বন্যপ্রাণীরা সম্পূর্ণ সুরক্ষিত নয়। নানা সময়ে বিভিন্নভাবে প্রাণহানির মতো ঘটনা ঘটে চলেছে। সেই দিক থেকে পরিবেশ রক্ষায় ব্রতী বেশ কিছু মানুষ। যারা নিঃস্বার্থভাবে পরিবেশের জন্য অনবরত কাজ করে চলেছে। তবে ভাল কাজ সর্বদা যে প্রশংসনীয় হবে এমনটা কিন্তু নয়। দিনের পর দিন পরিবেশ রক্ষা, বন্য পশু পাখিকে বাঁচানোই কাজ বহু মানুষের।
এই পরিবেশকর্মীদের মধ্যেই একজন পাঁচলা দেউলপুর গ্রামের শুভঙ্কর কোলে। পরিবারে অভাব অনটন থাকলেও পরিবেশ নিয়েও চিন্তিত তিনি। দীর্ঘদিন এই পরিবেশ রক্ষার কাজে যুক্ত। গাছ লাগানো, বন্যপ্রাণী উদ্ধার এবং পরিবেশ রক্ষায় বনদফতরকে সহযোগিতা করাই তাঁর মূল মন্ত্র। নিজের পরিবার আর পরিবেশ এই হল শুভঙ্করের জগৎ।
advertisement
advertisement
পরিবেশ ভালবেসে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যাওয়ার কারণে বিপদ। রাতের অন্ধকারে তাঁর উপর অমানবিক আক্রমণ হওয়ার মূল কারণ বলেই জানান তিনি। জানা যায়, এই কাজের সঙ্গে যুক্ত থাকার ফলে আক্রান্ত হতে হয় তাঁকে। তাঁরই প্রতিবাদে পরিবেশ রক্ষা ও পরিবেশ কর্মীদের নিরাপত্তার দাবিতে বিশেষ কর্মসূচি।
শুভঙ্কর কোলের উপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন পরিবেশ ও সমাজসেবা মূলক সংগঠনের পক্ষ থেকে মিছিল। দেওয়ানঘাট সংলগ্ন অন্নপূর্ণা ব্যায়াম সমিতি থেকে গঙ্গাধরপুর পর্যন্ত পদযাত্রা হয়। হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠনের সদস্যরা এই পদযাত্রায় হাজির ছিলেন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: আক্রান্ত পরিবেশকর্মী! পাশে দাঁড়াতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন বহু পরিবেশপ্রেমী
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement