Bangla Video: ভেঙে পড়েছে বাড়ি, প্রতিবেশীর বাড়ির বারান্দায় দিন কাটাচ্ছেন এই পরিবার
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Bangla Video: বাড়ি ভেঙে যাওয়ার পরিবর্তে মিলেছে শুধুমাত্র একটা ত্রিপল। শুনতে কিছুটা অবাক লাগলেও আদতে এটাই সত্যি
পূর্ব বর্ধমান: বৃষ্টিপাতের জেরে ভেঙে গিয়েছে আস্ত দোতলা মাটির বাড়ি। অবশেষে বাধ্য হয়ে প্রতিবেশীর বাড়ির বারান্দায় দিন অতিবাহিত করতে হচ্ছে পূর্ব বর্ধমানের এই পরিবারকে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ ব্লকের কলসা গ্রামের। কলসা গ্রামের যোগাদ্যা পাড়ায় বসবাস করেন কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সদস্যরা। পরিবারে রয়েছে কার্তিক বাবুর স্ত্রী ঝুমা দেবী এবং প্রায় ৯০ বছর বয়সী বৃদ্ধ মা। মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছে অন্যত্র এবং ছেলে গাড়ি চালানোর কাজে নিযুক্ত।
কার্তিক বন্দ্যোপাধ্যায় সবজি বিক্রির ব্যবসা করেন। সবজি বিক্রি করে কোনও রকমে চলে সংসার। তবে বর্তমানে সেই ব্যবসাতেও মন্দা দেখা দিয়েছে। বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই বাড়ি ভেঙে যাওয়ার পরে আর সামর্থ্য নেই নতুন বাড়ি তৈরি করার। বৃদ্ধ প্রায় ৯০ বছর বয়সী শাশুড়িকে নিয়ে বহু কষ্ট দিন কাটাচ্ছেন ঝুমা দেবী। এই প্রসঙ্গে ঝুমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃষ্টিপাতের কারণে আমাদের বাড়ি ভেঙে গিয়েছে। আমরা খুব গরীব। নতুন বাড়ি করার সামর্থ্য নেই। স্বামীর সবজি বিক্রির ব্যবসাও বন্ধ। খুব কষ্ট আমাদের দিন কাটাতে হচ্ছে এই লোকের বাড়ির বারান্দায়। আমাদের কেউ সাহায্য করলে আমরা খুবই উপকৃত হব।
advertisement
advertisement
বাড়ি নেই ! প্রতিবেশীর বাড়ির বারান্দাতেই কাটছে দিন। এমনকি বর্তমানে যেখানে থাকছেন সেখানে নেই কোনও বিদ্যুৎ এর ব্যবস্থা। সন্ধ্যার পর থেকে মোমবাতির আলো তাঁদের একমাত্র ভরসা। বৃষ্টিপাতের কারণে নিজের বাড়ি হারিয়ে আজ এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এই পরিবারকে। এই সমস্যা নিয়ে স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে পরিবারের তরফে।
advertisement
তবে প্রশাসনকে জানানো হলেও মিলেছে প্রতিশ্রুতি এবং একটা মাত্র ত্রিপল। বাড়ি ভেঙে যাওয়ার পরিবর্তে মিলেছে শুধুমাত্র একটা ত্রিপল। শুনতে কিছুটা অবাক লাগলেও আদতে এটাই সত্যি। বর্তমানে অসহায় হয়ে এভাবেই প্রতিবেশীর বাড়ির বারান্দায় আশ্রয় নিতে হয়েছে এই পরিবারকে।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2024 11:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: ভেঙে পড়েছে বাড়ি, প্রতিবেশীর বাড়ির বারান্দায় দিন কাটাচ্ছেন এই পরিবার