বাগুইআটির ছায়া বীরভূমে, জঙ্গলে পড়ুয়ার মৃতদেহ! হাড়হিম ঘটনায় হার মানবে সিনেমা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
সৈয়দের বন্ধু সলমনকে আটক করে জেরা করা শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে সৈয়দের কাছে দু’ লক্ষ টাকা ধার চেয়েছিলেন সলমন। আপাতত জোর তদন্ত চলছে।
#বোলপুর: মাসখানেকের মধ্যে একই রকম ঘটনা বাংলায়। অপহরণ করে, মুক্তিপণ চেয়ে, শেষে হত্যা! কলকাতার বাগুইআটি জোড়া খুনের ঘটনার পর এ বার বীরভূম। গলার নলি কাটা অবস্থায় ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় বীরভূমের চৌপাহাড়ি অঞ্চলে। পরিবারের দাবি, অপহরণ করে হত্যা করা হয়েছে তাঁদের ছেলেকে।
মৃতের নাম, সৈয়দ সালাউদ্দিন। বয়স মাত্র ১৯ বছর। আসানসোলে মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন তিনি। ফাইনাল পরীক্ষা বাকি ছিল যুবকের। বাড়ি মল্লারপুরের সুমনাপল্লিতে।
গতকাল, শনিবার সৈয়দ তাঁর বন্ধু সলমন শেখের সঙ্গে বাইরে যান। সন্ধ্যার পর তাঁর ফোন থেকে তাঁর বাবা, সৈয়দ আব্দুল মোতিনের কাছে একটি ফোন আসে। আনুমানিক ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি থানায় খবর দেন। কিন্তু শনিবার রাতেই থানা থেকে জানানো হয় ইলামবাজারে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারকে দেহ শনাক্তকরণের জন্য ডাকা হয়।
advertisement
advertisement
সৈয়দের বন্ধু সলমনের ফোনের টাওয়ার লোকেশন ছিল ওই মুহূর্তে ইলামবাজারে চৌ পাহাড়ি জঙ্গল। আর সেখান থেকেই সৈয়দের মৃতদেহ উদ্ধার হয়।
রবিবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার। সঙ্গে পুলিশ বাহিনী। মৃতদেহ ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
সৈয়দের বন্ধু সলমনকে আটক করে জেরা করা শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে সৈয়দের কাছে দু’ লক্ষ টাকা ধার চেয়েছিলেন সলমন। আপাতত জোর তদন্ত চলছে।
একই রকম ঘটনা ঘটেছে বাগুইআটিতে। গত ২২ অগস্ট থেকে নিখোঁজ ছিল বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির দুই ছাত্র। গত ২৫ অগস্ট হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নয়ানজুলি থেকে উদ্ধার করা হয় অভিষেকের দেহ। এর আগে, গত ২৩ অগস্ট ন্যাজাট থানা এলাকা থেকে উদ্ধার হয় অতনুর দেহ। অপহরণ করে নৃশংস খুনের অভিযোগে গ্রেফতার সত্যেন্দ্র চৌধুরী বলে এক ব্যক্তি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 10:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাগুইআটির ছায়া বীরভূমে, জঙ্গলে পড়ুয়ার মৃতদেহ! হাড়হিম ঘটনায় হার মানবে সিনেমা