Baguiati Twin Murder Mystery: গালিগালাজ, অপমান করত অতনু, তাই খুন! সত্যেন্দ্রর দাবি মানতে নারাজ গোয়েন্দারা

Last Updated:

জেরায় সতেন্দ্র জানায়,  ট্রেন ধরে ছত্তীসগড়ে আত্মীয়ের বাড়িতে পালানোর ছক কষেছিল সে।

নিহত দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্কর৷
নিহত দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্কর৷
#কলকাতা : বাগুইআটি জোড়া খুনে ধৃত মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। ইতিমধ্যে সতেন্দ্রকে বিধাননগরকমিশনারেট ও সিআইডি জেরা করেছে। তদন্তকারীদের দাবি, সতেন্দ্র জেরায় জানিয়েছে, তাকে তীব্র গালিগালাজ ও অপমান করত অতনু । আর এই অপমানের জেরেই অতনুর উপরেবছর খানেক ধরে তীব্র রাগ জন্মায় সতেন্দ্রর।  সেই রাগ ও প্রতিহিংসা থেকেই খুন বলে অনুমান তদন্তকারীদের।
কিন্তু শুধু গালিগালাজ নয়, খুনের  পিছনে রয়েছে আরও কোনও রহস্য, এমনটাই মনে করছেন তদন্তকারীরা!শুধুমাত্র গালিগালাজ বা অপমানের জন্য এতো ঠান্ডা মাথায় খুন নয়, দাবি তদন্তকারীদের। কারণ পূর্ব পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে অতনু এবং তাঁর সম্পর্কিত ভাই অভিষেককে। গালিগালাজ ও অপমানের পিছনের কারণ কী? তারই সন্ধান করছেন তদন্তকারীরা।
advertisement
advertisement
জেরায় সতেন্দ্র জানায়,  ট্রেন ধরে ছত্তীসগড়ে আত্মীয়ের বাড়িতে পালানোর ছক কষেছিল সে। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায়নি। পুলিশের জালে হাওড়া স্টেশনে টিকিট কাউন্টার সামনে থেকে গ্রেফতার হয় সতেন্দ্র।তদন্তকারীরা নিশ্চিত, শুধু মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য খুন নয়। কেন অতনু সতেন্দ্রকে গালিগালাজ করত, এর পিছনে কী কারণ রয়েছে, তার অনুসন্ধান করছে সিআইডি।
advertisement
অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে এবং হুমকি দিয়ে যে সব মেসেজ পাঠিয়েছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অতনুর ফোনের কল লিস্টও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।প্রসঙ্গত গত ২২ অগাস্ট বাগুইআটি থেকে দুই ছাত্রকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এমন কি, পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। ঘটনার ১৬  দিন পর গ্রেফতার করা হয় অভিজিৎ নামে এক অভিযুক্তকে। তাকে জেরা করে জানা যায়, দুই ছাত্রকে শ্বাসরোধ করে গাড়ির মধ্যে হত্যা করা হয়েছে। মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী। খুন করার জন্য ভাড়াটে খুনি নিয়ে আসে সে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baguiati Twin Murder Mystery: গালিগালাজ, অপমান করত অতনু, তাই খুন! সত্যেন্দ্রর দাবি মানতে নারাজ গোয়েন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement