#লালগড়: অঙ্গনওয়ারী কেন্দ্রে তাণ্ডব চালাল দলছুট হাতি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে লালগড়ের পডিহা অঙ্গনওয়ারি কেন্দ্রে। জানা গিয়েছে, হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে অঙ্গনওয়ারি কেন্দ্রে হামলা চালায়, ভেঙে ফেলে দরজা, জানলা! শব্দ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।
আচমকা একসঙ্গে অতলোক দেখে ভয় পেয়ে হাতিটি ফের জঙ্গলে ঢুকে পড়ে। কয়েকমাস আগে লালগড়ে হানা দিয়েছিল বাঘ! সেইসময়েই বাঘের ভয়ে বন্ধ রাখা হয় এই অঙ্গনওয়ারি কেন্দ্রটি। এবার হাতির হামলায় কেন্দ্রের প্রায় ভগ্নদশা!
আরও পড়ুন-সলমনের জন্মদিনে বর্ধমানের স্কুলে জলসা, দেদার হুল্লোড়, মাঠে ভর্তি মদের বোতল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant Attack, Lalgarh, South Bengal