সলমনের জন্মদিনে বর্ধমানের স্কুলে জলসা, দেদার হুল্লোড়, মাঠে ভর্তি মদের বোতল
Last Updated:
#বর্ধমান: গোটা ভারতের নানা প্রান্তে নানাভাবে জমে ওঠে সলমন খানের জন্মদিন! 'ভাইজান' ভক্তদের সেদিন বাঁধমানা ফূর্তি! বাদ গেল না র্ধমানের মিউনিসিপ্যাল হাই স্কুলও। সলমনের জন্মদিনের সেলিব্রেশনে ঐতিহ্যবাহী এই স্কুলের মাঠে ডিজে চালিয়ে জলসা! চলল নাচাগানা, দেদার হুল্লোড়! এখানেই শেষ নয়, স্কুলের মাঠে ভর্তি মদের বোতল!
এহেন ঘটনার তীব্র প্রতিবাদ করে স্কুলে বিক্ষোভে ফেটে পড়েন প্রাক্তনীরা।
প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের জেরে অবশেষে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় স্কুল কর্তৃপক্ষ।
advertisement
Location :
First Published :
December 29, 2018 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সলমনের জন্মদিনে বর্ধমানের স্কুলে জলসা, দেদার হুল্লোড়, মাঠে ভর্তি মদের বোতল