Elephant Attack: নিয়ম-টিয়ম আবার কী! শাটার ভেঙে হপ্তা তুলল 'ডন' রামলাল

Last Updated:

এফসিআই-এর গোডাউনের শাটার ভেঙে চালের বস্তা বের করে মহানন্দে চাল খায় দলছুট দাঁতাল রামলাল। সেই দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করল কয়েকশো উৎসাহী জনতা

+
শাটার

শাটার ভেঙে চালের বস্তা বের করছে রামলাল

পশ্চিম মেদিনীপুর: রামলাল দ্য বস। দুলকি চালে চলেছে সে। পিছনে-সামনে শুধুই তখন চিৎকার। কিন্তু তাতে এতটুকু ভ্রুক্ষেপ নেই। তার লক্ষ্য তখন একটাই, দ্রুত পৌঁছতে হবে এফসিআই গোডাউনে। হেলে দুলে সে পৌঁছেও গেল সেখানে। এরপর তৃপ্তি করে চাল খেয়ে পেট মোটা করে চলে গেল জঙ্গলমহলের প্রিয় রামলাল। ঠিক যেন ডন!
শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনির পিড়াকাটা সংলগ্ন কলসিভাঙার শাটার ভেঙে চাল খেল রামলাল নামে হাতিটি। এফসিআই-এর গোডাউনের শাটার ভেঙে চালের বস্তা বের করে মহানন্দে চাল খায় দলছুট দাঁতাল রামলাল। সেই দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করল কয়েকশো উৎসাহী জনতা। আপনাদের জন্য‌ও রইল সেই ভিডিও।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উল্লেখ্য যে, একটা সময় পর্যন্ত ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়িয়েছে রামলাল। খাবারের সন্ধানে বেশিরভাগ সময় সরাসরি লোকালয়ে পৌঁছে গেলেও, রামলাল সাধারণ মানুষ বা গবাদি পশুর উপর তেমন একটা হামলা করেনি। বিশেষ উত্যক্ত না করলে শান্ত প্রকৃতির এই হাতিটি মানুষের দিকে তেড়েও যায় না। তাই জঙ্গলমহলবাসীর কাছে সে বড় প্রিয়। গত কয়েক মাস আগে অবশ্য রামলাল বাঁকুড়ায় পৌঁছে গিয়ে ‘দলছুট’ থেকে ‘দলনেতা’য় পরিণত হয়েছিল। তবে, বেশিদিন অবশ্য দলনেতা হয়ে থাকতে পারেনি পূর্ণবয়স্ক এই দাঁতালটি। ফের ফিরে এসেছে পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামের জঙ্গলে। ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছে লোকালয়ে। শুক্রবার সকাল ৮ টা-৯ টা নাগাদ চালের গন্ধ পেয়ে সরাসরি পৌঁছে গিয়েছিল সরকারি চালের গোডাউনে। তারপর সেই পুরানো মেজাজে গোডাউনের লোহার শাটার বা দরজা ভেঙে বস্তা বের করে চাল খায় রাজকীয় ভঙ্গিতে!
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant Attack: নিয়ম-টিয়ম আবার কী! শাটার ভেঙে হপ্তা তুলল 'ডন' রামলাল
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement