হোম /খবর /দক্ষিণবঙ্গ /
‘আমাকে দয়া করে বাঁচান’, বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছটপট করতে করতে আর্তি

‘আমাকে দয়া করে বাঁচান, কিছু একটা করুন’, বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছটপট করতে করতে আর্তি যুবকের!

যা দেখে বিদ্যুৎ এর খুঁটির নিচে দাঁড়িয়ে চিৎকার করছেন মানুষজন। কিন্তু কেউই কিছু করতে পারছেন না! শেষমেশ মৃত্যুই হয় ওই যুবকের!

  • Last Updated :
  • Share this:
#পটাশপুর: উঁচু বিদ্যুৎ এর খুঁটির ওপর বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছেন এক যুবক। বিদ্যুৎপৃষ্ট অবস্থাতেই কাতরাচ্ছে যুবক। মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাঁচানোর আর্জিও জানাচ্ছেন যুবক। যা দেখে বিদ্যুৎ এর খুঁটির নিচে দাঁড়িয়ে চিৎকার করছেন মানুষজন। কিন্তু কেউই কিছু করতে পারছেন না! শেষমেশ মৃত্যুই হয় ওই যুবকের!ঘটনা পটাশপুরের। বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবেই মৃত্যু হয় ওই যুবকের! পটাশপুরের মংগলামাড়োর ঘটনা। মৃত যুবকের নাম কার্তিক পাখিরা, বয়স ৩২৷ মৃত যুবক বিদ্যুৎ কর্মী। উঁচু  ইলেক্ট্রিকের পোস্টে উঠে কাজ করার সময়ই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পর নানা প্রশ্ন উঠছে। বিপদ হাতে নিয়ে বিদ্যুৎ কর্মীর বিপজ্জনক ভাবে ঝুঁকি নিয়ে কাজ করা নিয়েই উঠছে প্রশ্ন। যা নিয়ে কোন উচ্চবাচ্য নেই প্রশাসনের। জেলাশাসক পার্থ ঘোষের বক্তব্য বিষয়টির খোঁজ খবর নেওয়া হচ্ছে।SUJIT BHOWMIK
Published by:Elina Datta
First published:

Tags: Electrification incident, Electrified, Electrified accident, Electrified person, Person