Murshidabad News: ৫ বছর পর গ্রামে ফিরল আলো! খুশি এলাকাবাসী

Last Updated:

গ্রামে ছিল না বিদ্যুৎ। অন্ধকারে থাকতে হত তিনটি পরিবারকে। অবশেষে দীর্ঘ ৫ বছরের আঁধার কাটিয়ে অবশেষে আলো ফিরে পেল ভগবানগোলার মাদাপুরের ৩টি পরিবার।

+
ভগবানগোলায়

ভগবানগোলায় ৫ বছর পর গ্রামে ফিরল আলো

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: গ্রামে ছিল না বিদ্যুৎ। অন্ধকারে থাকতে হত তিনটি পরিবারকে। অবশেষে দীর্ঘ ৫ বছরের আঁধার কাটিয়ে অবশেষে আলো ফিরে পেল ভগবানগোলার মাদাপুরের ৩টি পরিবার। চারিদিকে আলো থাকলেও নানান জটিলতার কারণে এই ৩টি বাড়িতে এতদিন বিদ্যুৎ সংযোগ ছিল না। ডিজিট্যাল ইন্ডিয়ার যুগে লণ্ঠনের আলোই ছিল একমাত্র ভরসা।
মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লক। পিছিয়ে পড়া ব্লক থাকলেও মাদাপুরের তিনটি গ্রাম বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিল।  এই তীব্র গরম ও দাবদাহে নাজেহাল অবস্থা হত বাড়ির লোকেদের। অসুস্থ হয়ে পড়তেন অনেকেই। তবে ফ্যান ছাড়া অন্ধকারেই দিন কাটত রিমি খাতুন ও আইনুল হকের পরিবারের সদস্যদের।
advertisement
advertisement
শুধু তাই নয়, আবার লণ্ঠনের আলোয় পড়াশোনায় অত্যন্ত সমস্যা হত বাড়ির পড়ুয়াদের। একাধিকবার বিদ্যুৎ দফতরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই দ্বারস্থ হন ভগবানগোলা থানার কাছে। পুলিশ জানতেই শেষ পর্যন্ত ভগবানগোলা থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় সমস্ত জটিলতা কাটিয়ে তিনটি বাড়িতে অবশেষে পৌঁছে গেল বিদ্যুৎ।
advertisement
ভগবানগোলা থানার ওসি, এস.ডি.পি.ও উত্তম গড়াইয়ের নির্দেশে ও তত্ত্বাবধানে বাস্তবায়িত হল এই মানবিক উদ্যোগ। অন্ধকারের ছাপ মুছে গিয়ে এখন শুধুই আলোর সঙ্গে হাসির ঝলকানি রাজিয়া সুলতানা, রিমি খাতুন ও আইনুল হকের পরিবারের সদস্যদের মুখে। পুলিশের সহযোগিতায় বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি তিন পরিবার।
স্কুল ছাত্রী রাজিয়া সুলতানা জানিয়েছেন, দীর্ঘদিন পর জট কেটে অবশেষে বিদ্যুৎ সংযোগ মিলেছে। পুলিশের এই ভুমিকায় আমরা খুশি। কারণ পুলিশ উদ্যোগ গ্রহণ না করলে বিদ্যুৎ সংযোগ পাওয়া যেত না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ৫ বছর পর গ্রামে ফিরল আলো! খুশি এলাকাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement