Electricity Enters Jamdoba Village First time|| আঁধার কাটিয়ে আলোর পথযাত্রী জামডোবা, কার উদ্যোগে গ্রামে এল বিদ্যুৎ? শাসক-বিরোধী তরজা তুঙ্গে

Last Updated:

Electricity Enters Asansol Jamdoba: স্বাধীনতার ৭৫ বছর পর আসানসোলের জামডোবা গ্রামে এল বিদ্যুৎ ৷ বাজল ধামসা মাদল৷ গ্রামবাসীদের নাচের তালে তাল মেলালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#আসানসোল: স্বাধীনতার ৭৫ বছর পর আসানসোলের জামডোবা গ্রামে এল বিদ্যুৎ ৷ বাজল ধামসা মাদল৷ গ্রামবাসীদের নাচের তালে তাল মেলালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ড জামডোবা গ্রাম। স্বাধীনতার ৭৫ বছর পর গ্রামে এল বিদ্যুৎ। জ্বলল স্ট্রিট লাইট। বাজল বক্স। হল আদিবাসী নৃত্য। আলোহীন আসানসোলের এই গ্রামে জ্বলে উঠল আলো। অন্ধকার থেকে মুক্তি পাওয়ায় খুশি হাওয়া গ্রামজুড়ে।
আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জামডোবা গ্রাম। আসানসোল দক্ষিণ বিধানসভা  আদিবাসী অধ্যুষিত গ্রাম জামডোবা। অথচ এই গ্রামটি এতদিন  অন্ধকারে ডুবে ছিল। বিদ্যুৎ নেই। তাই রাস্তাতেই স্কুল বানিয়ে চলছিল শিক্ষাদান। ভরসা লম্ফ কিম্বা মোমবাতি। চলতি মাসের ২২ তারিখ এই প্রতিবেদন প্রকাশিত হয় নিউজ এইট্টিন বাংলায়। তারপরই বিষয়টি নজরে আসে আসানসোল পুরনিগমের। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেছিলেন, ওই গ্রামের সমস্যার কথা শুনেছি। যাতে শীঘ্রই ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
advertisement
আরও পড়ুন: নিজের রক্ত দিয়ে এঁকেছেন মুখ্যমন্ত্রীর ছবি, তাঁকেই উপহার দিতে চান দুর্গাপুরের সুরজিৎ
এ ছাড়াও ওই গ্রামে অনুন্নয়নের যে বিষয়গুলো রয়েছে, সেগুলোও গুরুত্ব দিয়ে দেখা হবে'। খবর নজরে আসতেই সেই গ্রামে যান স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল। গ্রামটি তাঁরই বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণের অন্তর্গত। গ্রাম পরিদর্শন করে অগ্নিমিত্রা পাল জানান, সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দরবার করেছি যাতে দ্রুত এই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। শেষমেষ গ্রামে এল বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ আসাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় কাউন্সিলর তরুণ চক্রবর্তীর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই গ্রামে বিদ্যুৎ সংযোগ  সম্পন্ন হল। আমরা অনেকদিন ধরেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলাম এই গ্রামে যাতে বিদ্যুৎ আসে।
advertisement
advertisement
অন্যদিকে, স্থানীয় বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পালের দাবি, এতদিন গ্রাম অবহেলিতই ছিল। গ্রামবাসীরা বারবার দাবি জানালেও বিদ্যুৎ আনার ক্ষেত্রে চরম উদাসীন ছিল প্রশাসন। আমি গ্রাম পরিদর্শন করে সংশ্লিষ্ট বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলি। তার পরেই অন্ধকার দশা কেটে আলোর মুখ দেখল এই গ্রাম। তবে শাসক-বিরোধী তরজার মধ্যে না গিয়ে গ্রামবাসীদের বক্তব্য, যার উদ্যোগেই আমাদের গ্রামে বিদ্যুৎ আসুক না কেন। শেষমেষ গ্রামে পৌঁছল বিদ্যুতের আলো। আমরা এতেই খুশি।
advertisement
VENKATESWAR  LAHIRI
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electricity Enters Jamdoba Village First time|| আঁধার কাটিয়ে আলোর পথযাত্রী জামডোবা, কার উদ্যোগে গ্রামে এল বিদ্যুৎ? শাসক-বিরোধী তরজা তুঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement