BJP Bengal: বিজেপি বিধায়কের বাড়িতে এ কী কাণ্ড! বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল দফতর, চাঞ্চল্য এলাকায়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Electricity- বিদ্যুতের বিল না মেটানোর কারণে বিধায়কের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দফতর! ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বিদ্যুতের বিল না মেটানোর কারণে বিধায়কের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দফতর! ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে।
অভিযোগ, বিধায়কের পাল্লা এলাকার বাড়িতে জয়দেব মজুমদারের নামে বিধায়কের ভাইয়ের একটি বিদ্যুৎ সংযোগ ছিল। সেই মিটারের প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বিল বকেয়া হয়ে যায়। এদিন এলাকায় গিয়ে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জয়দেব মজুমদারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এপরই বিষয়টি নিয়ে বিধায়কের বাড়িতে ঘটা এই ঘটনার কড়া নিন্দা করেছে শাসক দল।
advertisement
বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতা শুভজিৎ দাস দাবি করেন, একজন জনপ্রতিনিধির সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে, এইসব জনপ্রতিনিধিরা সমাজের কলঙ্ক। সাধারণ মানুষের কয়েক হাজার টাকা বিদ্যুৎ বিল বাকি থাকলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি, তিনি রাজ্য সরকারের কাছে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান।
advertisement
আরও পড়ুন- ‘তোলপাড়’ আবহাওয়া…! বজ্রবিদ্যুৎ-সহ তুলকালাম ঝড়-বৃষ্টি, ক’দিন চলবে দুর্যোগ? রইল আপডেট
অভিযোগের আঙুল উঠেছে যাঁর দিকে সেই বিজেপি বিধায়ক স্বপন মজুমদার অবশ্য দাবি করেন, তাঁর বাড়িতে তিনটি বিদ্যুৎ সংযোগ আছে। এর মধ্যে তাঁর ভাই জয়দেব মজুমদারের নামে থাকা মিটারে বেশ কয়েক মাস ধরে সমস্যা হচ্ছিল। অতিরিক্ত বিদ্যুতের বিল পাঠাচ্ছিল বিদ্যুৎ দফতর। সেই কারণে ইলেকট্রিক সাপ্লাই অফিসেও অভিযোগ জানানো হয়েছিল। সমস্যার সমাধান না হওয়ায় বিধায়কের পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবার কথা বলা হয়।
advertisement
অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, তৃণমূল সরকার বিদ্যুৎ দফতরকে ব্যবহার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তিনি পাল্টা এ বিষয়ে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দেন। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 7:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP Bengal: বিজেপি বিধায়কের বাড়িতে এ কী কাণ্ড! বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল দফতর, চাঞ্চল্য এলাকায়