Electricity Bill: এক মাসে বিল ১২ হাজার টাকা! বিদ্যুতের ভূতুড়ে বিলে মাথায় হাত দম্পতির; কী ঘটেছে ?

Last Updated:

Electricity Bill: ব্যান্ডেল কেওটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোশেফ ও পম্পা জোশেফ। তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে। চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা।

+
এক

এক মাসে বাড়ির বিল ১২ হাজার টাকা

হুগলি: বিদ্যুতের স্মার্ট মিটার বসিয়ে বিল নেওয়া চালু হয়েছে সম্প্রতি। আর তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে। ব্যান্ডেল কেওটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোশেফ ও পম্পা জোশেফ। তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে। চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা। যা দেখে কার্যত মাথায় হাত বাড়ির লোকের। যেখানে প্রতি মাসে ছিল মাত্র হাজার থেকে দেড় হাজার টাকা বিল, তা হঠাৎ করে এক মাসে বের হয়ে গেল ১২০০০ টাকা! স্মার্ট মিটারের ভুতুড়ে বিলে বিভ্রান্ত হয়ে পড়েছেন ওই পরিবার। যদিও স্মার্ট মিটারে ভয়ের কিছু নেই আশ্বাস দিচ্ছে বিদ্যুৎ দফতর।
পম্পা জোশেফ বলেন, “আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি। জোর করে বসিয়ে দিয়ে গেছে। এখন বিল দেখে মাথায় হাত। কি করে এক মাসে বারো হাজার টাকা দেব? সুশান্ত গুজরাটে থাকেন। বাড়িতে দুই মেয়ে নিয়ে থাকি। স্বামী গুজরাট থেকে মেল করে মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ দফতরে চিঠি করে অভিযোগ জানিয়েছেন। আমরা চাই পুরোনো মিটার ফিরিয়ে দেওয়া হোক।”
advertisement
আরও পড়ুন: উত্তরপাড়ায় রাতের রাস্তায় একা মহিলা পেলেই ঘটছিল ভয়ঙ্কর ঘটনা, ‘গুণধরকে’ নাগালে পেতেই জনগণ যা করল, সাংঘাতিক!
হুগলি রিজিয়ন বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় গ্রাহকের কনজিউমার নম্বর সার্চ করে তথ্য নিয়ে জানান, স্মার্ট মিটার বসানোর পর ওই গ্রাহক ৫১৭ ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন। আগের মিটারে ৮৪৪ ইউনিট বাকি ছিল।
advertisement
advertisement
পুরোনো বিল ব্যবস্থায় কোয়ার্টারলি অর্থাৎ তিন মাসের বিল একসঙ্গে করা হত। যে তিন মাস বিদ্যুৎ খরচ হত তার পরের তিন মাস সেই বিল দেওয়ার সুযোগ থাকত। এখন স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হবে। প্রথমবার বিলের ক্ষেত্রে যেহেতু বকেয়া বিদ্যুৎ খরচের হিসাব ধরা হচ্ছে তাই বেশি মনে হতে পারে।
আরও পড়ুন: পদ পেয়েও ভোলেননি পুরাতনকে! তিন তিনবারের পুরপ্রধান হয়েও কাপড় বেচে সংসার চালাচ্ছেন এই রাজনীতিক
সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক ইলেকট্রিক সাপ্লাই অফিসে আবেদন করেন, তিনি কিস্তির সুযোগ পাবেন। স্মার্ট মিটারে ভয় পাবার কিছু নেই। বিদ্যুৎ দফতরের নির্দিষ্ট অ্যাপে লগইন করে সব তথ্য পাবেন গ্রাহক। বুঝতে অসুবিধা হলে বিদ্যুৎ দফতরে গিয়েও খোঁজ নিতে পারেন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electricity Bill: এক মাসে বিল ১২ হাজার টাকা! বিদ্যুতের ভূতুড়ে বিলে মাথায় হাত দম্পতির; কী ঘটেছে ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement