Election: অবাক কাণ্ড! পরাজিত প্রার্থীদেরই সম্বর্ধনা সুজনের, বললেন 'ওরাই আসল জিতেছে'
- Published by:Suvam Mukherjee
- local18
Last Updated:
Election: সরকারি খাতায় হেরে যাওয়া সিপিএম প্রার্থীদের জয়ীর সম্বর্ধনা দিয়ে আগামী পাঁচ বছর পঞ্চায়েত সদস্য হিসেবে মানুষের পাশে থেকে কাজ করার নিদান দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী
বারুইপুর : পঞ্চায়েত নির্বাচনে লাগাতার সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এমনকী অভিযোগ, সার্টিফিকেট বদলে তৃণমূলের হেরে যাওয়া প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। সরকারি সেই সার্টিফিকেটকে অগ্রাহ্য করে তাই নিজেরাই নিজেদের জয়ী ঘোষণা করলেন সিপিএম প্রার্থীরা। সরকারি খাতায় হেরে যাওয়া সিপিএম প্রার্থীদের জয়ীর সম্বর্ধনা দিয়ে তাঁদেরকে ফুলের মালা পড়িয়ে আগামী পাঁচ বছর পঞ্চায়েত সদস্য হিসেবে মানুষের পাশে থেকে কাজ করার নিদান দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
এমনকি এই সিপিএমের প্রার্থীরা জয়ী পঞ্চায়েত সদস্যদের মতই প্যাড ছাপাবেন বলে ঘোষণা করেন সুজন। শুক্রবার বিকেলে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার ধপধপি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজেদের দলীয় কার্যালয়ের সামনেই এই হেরে যাওয়া প্রার্থীদের জয়ী ঘোষণা করে সিপিএম।
advertisement
সিপিএমের দাবি, পঞ্চায়েত ভোট গননার দিন তাঁরা প্রথম থেকেই প্রচুর ভোটে এগিয়ে ছিলেন। এই ধপধপি ২ গ্রাম পঞ্চায়েতের ১৮ টি আসনের মধ্যে ১৬ টি আসনেই সিপিএম প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু সেটা শাসকদল মেনে নিতে পারেনি। সেই কারনে গননা কেন্দ্রের মধ্যেই সিপিএম প্রার্থী ও নির্বাচনী এজেন্টদেরকে মেরে বের করে দেন।
advertisement
এই সন্ত্রাস উপেক্ষা করেও যে দু একজনকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন সার্টিফিকেট দিয়েছিল, সেই সার্টিফিকেটও কেঁড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পরে তৃণমূলের প্রার্থীকে সেখানে জয়ী ঘোষণা করা হয়েছে। তাই এদিন মানুষের রায়ে জয়ী সিপিএম প্রার্থীদেরকে জয়ী ঘোষণা করা হল সিপিএমের তরফে।
advertisement
সুজনের দাবি, সরকারি খাতায় কি আছে দেখে লাভ নেই। মানুষের ভোটে যারা জিতেছে তাঁদেরকেই আমরা জয়ী হিসেবে মানবো। আর এখানে সিপিমের ১৬ জন প্রার্থীই জয়ী প্রার্থী, এঁরা মানুষের ভোটে জয় পেয়েছে। এঁরা জয়ী পঞ্চায়েত সদস্য হিসেবেই কাজ করবে আগামী পাঁচ বছর। যদিও সিপিএমের এই কর্মকান্ডকে কটাক্ষ করেছে তৃণমূল। বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান তথা এলাকার তৃণমূল নেতা গৌতম দাস একে ‘পাগলের প্রলাপ’ বলে ব্যঙ্গ করেছেন।
advertisement
অর্পন মন্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 9:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Election: অবাক কাণ্ড! পরাজিত প্রার্থীদেরই সম্বর্ধনা সুজনের, বললেন 'ওরাই আসল জিতেছে'