Election Chaos: তামান্না বাঁচতে পারেনি, বেঁচেছে পৌলমী! বোমায় বিপর্যস্ত দুই জীবন, ২০ এপ্রিল কী হয়েছিল? শিউরে ওঠে মেয়েটা...

Last Updated:

Election Chaos: ভোটে বোমার শিকার হয়ে ২০১৮ সালের ২০ এপ্রিল হাত হারায় তখন মাত্র আট বছরের পৌলমী। সকালবেলায় বাড়ির সামনে ফুল তুলতে গিয়েছিল। সেখানেই গাছের নিচে পড়ে থাকা একটি বোমাকে খেলনার বল ভেবে হাতে তুলে নেয়।

+
পৌলমি

পৌলমি হালদার

হাড়োয়া: ‘আমরাই কেন টার্গেট হই?’ ভোট এলেই কাঁপে পৌলমী, যার শৈশব কেড়ে নিয়েছিল একটি বোমা। মাত্র তিনদিন আগে কালিয়াগঞ্জ উপনির্বাচনে ভোট হিংসায় প্রাণ হারিয়েছে ১০ বছরের কিশোরী তামান্না খাতুন। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় রাজ্য। আর ঠিক তখনই সাত বছর আগের দগদগে স্মৃতি ফিরে আসে এক অন্য কিশোরীর মনে, হাড়োয়ার পৌলমী হালদার।
“ভোট সম্পর্কে কিছুই বুঝি না, তাও কেন আমরাই বারবার টার্গেট হই?” প্রশ্ন করে সে। ভোটে বোমার শিকার হয়ে ২০১৮ সালের ২০ এপ্রিল হাত হারায় তখন মাত্র আট বছরের পৌলমী। সকালবেলায় বাড়ির সামনে ফুল তুলতে গিয়েছিল। সেখানেই গাছের নিচে পড়ে থাকা একটি বোমাকে খেলনার বল ভেবে হাতে তুলে নেয়। নতুন বল পেয়ে খুশিতে ছুটে যায় দাদুর কাছে। দাদু দেখে চমকে ওঠেন, নাতনির হাতে আস্ত একটি তাজা বোমা! ফেলতে বলার সঙ্গে সঙ্গেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। বাম হাত উড়ে যায় চিরতরে।
advertisement
আরও পড়ুনঃ পেটের ‘এই’ ৩ সাধারণ সমস্যা মানেই ‘প্যানক্রিয়াস’ ক্যানসার…! আপনার শরীরে একটিও নেই তো? ঝড়ের গতিতে বাড়ছে মারণ রোগ
পঞ্চায়েত ভোটের মুখে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার অভিঘাতে সেদিন কেঁপে উঠেছিল গোটা রাজ্য। ছোট মেয়ে পৌলমী তখন তৃতীয় শ্রেণির ছাত্রী। এখন সে দশম শ্রেণিতে পড়ে, কিন্তু সেই বিভীষিকা আজও রয়ে গিয়েছে চোখে-মুখে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে কৃত্রিম হাত লাগানো হয় পৌলমীর। সেই হাত পরে সে ছোটবেলা কাটিয়েছে। কিন্তু শরীর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এখন আর সেই কৃত্রিম হাত ব্যবহার করতে পারছে না। নতুন কৃত্রিম হাতের খরচ প্রায় ১৬ লক্ষ টাকা, যা জোগাড় করা এই পরিবারের পক্ষে কার্যত অসম্ভব।
advertisement
advertisement
পৌলমীর বাবা নার্ভের রোগে ভুগছেন, কর্মক্ষম নন। মুরগি পালন করেই কোনওরকমে সংসার চালায় পরিবার। তার উপর দুই মেয়ের পড়াশোনার খরচ সব মিলিয়ে আজ তারা চরম আর্থিক সঙ্কটে।” ভোট এলেই আমি আতঙ্কে থাকি। চারপাশে যখন বোমাগুলির খবর শুনি, বুক কেঁপে ওঠে। আমার সঙ্গে যা হয়েছিল, তা যেন আর কোনও শিশুর সঙ্গে না ঘটে”, বলছে পৌলমী। সামনেই রাজ্য বিধানসভা উপনির্বাচন, সম্ভাব্য বসিরহাট লোকসভা ভোটও। চারদিকে যখন ভোটের আগে বোমা, গুলি, হিংসার খবর, তখন পৌলমীর মনে ফের ফিরে আসে সাত বছর আগের সেই এক অভিশপ্ত সকাল।
advertisement
জুলফিকার মোল্যা 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Election Chaos: তামান্না বাঁচতে পারেনি, বেঁচেছে পৌলমী! বোমায় বিপর্যস্ত দুই জীবন, ২০ এপ্রিল কী হয়েছিল? শিউরে ওঠে মেয়েটা...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement