Bengal Third Phase Election: উত্তপ্ত তারকেশ্বর, মাথা ফাটল বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের নির্বাচনী এজেন্টের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তারকেশ্বর বিধানসভার ৫৩ নম্বর বুথের কাছে প্রথমে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ৷
#তারকেশ্বর: তৃতীয় দফার নির্বাচনে (Third Phase Election) তীব্র উত্তেজনা হুগলির তারকেশ্বরে৷ মাথা ফাটল বিজেপি (BJP) প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্ট অরিন্দম চক্রবর্তীর৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব৷
তারকেশ্বর বিধানসভার ৫৩ নম্বর বুথের কাছে প্রথমে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ৷ এর পর বুথ থেকে কিছু দূরে অরিন্দম চক্রবর্তীর উপরে হামলা হয় বলে অভিযোগ৷ অরিন্দম চক্রবর্তী বলেন, '৫৩ নম্বর বুথ থেকে বেরনোর সময় প্রথমে গাড়ির কাঁচটা ভেঙে দেওয়া হয়৷ কিছুটা এগনোর পর দু' তিনটে মোটরসাইকেল হাত দেখালে আমি গাড়িটা থামাই৷ আমি ভেবেছিলাম ওরা বিজেপি কর্মী৷ কিন্তু গাড়ি থেকে নামতেই ভারী কিছু দিয়ে মাথার পিছনে মারা হয়৷'
advertisement
আক্রান্ত হওয়ার পর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সঙ্গে দেখা করতে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছন তাঁর নির্বাচনী এজেন্ট অরিন্দম৷ অভিযোগ, সেখানেও তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা৷ এমন কি, বিজেপি প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্টকে আটকেও রাখা হয় বলে অভিযোগ৷ বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, বুথে ঢুকে অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷
advertisement
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2021 3:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Third Phase Election: উত্তপ্ত তারকেশ্বর, মাথা ফাটল বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের নির্বাচনী এজেন্টের