Bengal Third Phase Election: উত্তপ্ত তারকেশ্বর, মাথা ফাটল বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের নির্বাচনী এজেন্টের

Last Updated:

তারকেশ্বর বিধানসভার ৫৩ নম্বর বুথের কাছে প্রথমে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ৷

 #তারকেশ্বর: তৃতীয় দফার নির্বাচনে (Third Phase Election) তীব্র উত্তেজনা হুগলির তারকেশ্বরে৷ মাথা ফাটল বিজেপি (BJP) প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্ট অরিন্দম চক্রবর্তীর৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব৷
তারকেশ্বর বিধানসভার ৫৩ নম্বর বুথের কাছে প্রথমে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ৷ এর পর বুথ থেকে কিছু দূরে অরিন্দম চক্রবর্তীর উপরে হামলা হয় বলে অভিযোগ৷ অরিন্দম চক্রবর্তী বলেন, '৫৩ নম্বর বুথ থেকে বেরনোর সময় প্রথমে গাড়ির কাঁচটা ভেঙে দেওয়া হয়৷ কিছুটা এগনোর পর দু' তিনটে মোটরসাইকেল হাত দেখালে আমি গাড়িটা থামাই৷ আমি ভেবেছিলাম ওরা বিজেপি কর্মী৷ কিন্তু গাড়ি থেকে নামতেই ভারী কিছু দিয়ে মাথার পিছনে মারা হয়৷'
advertisement
আক্রান্ত হওয়ার পর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সঙ্গে দেখা করতে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছন তাঁর নির্বাচনী এজেন্ট অরিন্দম৷ অভিযোগ, সেখানেও তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা৷ এমন কি, বিজেপি প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্টকে আটকেও রাখা হয় বলে অভিযোগ৷ বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, বুথে ঢুকে অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷
advertisement
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Third Phase Election: উত্তপ্ত তারকেশ্বর, মাথা ফাটল বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের নির্বাচনী এজেন্টের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement