Bengal Third Phase Election: উত্তপ্ত তারকেশ্বর, মাথা ফাটল বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের নির্বাচনী এজেন্টের

Last Updated:

তারকেশ্বর বিধানসভার ৫৩ নম্বর বুথের কাছে প্রথমে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ৷

 #তারকেশ্বর: তৃতীয় দফার নির্বাচনে (Third Phase Election) তীব্র উত্তেজনা হুগলির তারকেশ্বরে৷ মাথা ফাটল বিজেপি (BJP) প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্ট অরিন্দম চক্রবর্তীর৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব৷
তারকেশ্বর বিধানসভার ৫৩ নম্বর বুথের কাছে প্রথমে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ৷ এর পর বুথ থেকে কিছু দূরে অরিন্দম চক্রবর্তীর উপরে হামলা হয় বলে অভিযোগ৷ অরিন্দম চক্রবর্তী বলেন, '৫৩ নম্বর বুথ থেকে বেরনোর সময় প্রথমে গাড়ির কাঁচটা ভেঙে দেওয়া হয়৷ কিছুটা এগনোর পর দু' তিনটে মোটরসাইকেল হাত দেখালে আমি গাড়িটা থামাই৷ আমি ভেবেছিলাম ওরা বিজেপি কর্মী৷ কিন্তু গাড়ি থেকে নামতেই ভারী কিছু দিয়ে মাথার পিছনে মারা হয়৷'
advertisement
আক্রান্ত হওয়ার পর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সঙ্গে দেখা করতে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছন তাঁর নির্বাচনী এজেন্ট অরিন্দম৷ অভিযোগ, সেখানেও তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা৷ এমন কি, বিজেপি প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্টকে আটকেও রাখা হয় বলে অভিযোগ৷ বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, বুথে ঢুকে অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷
advertisement
advertisement
Saradindu Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Third Phase Election: উত্তপ্ত তারকেশ্বর, মাথা ফাটল বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের নির্বাচনী এজেন্টের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement