লাভপুরে তৃণমূল নেতা খুন, গ্রেপ্তার বিজেপি নেতা মণিরুল ইসলামের দাদা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রামের বাসিন্দা ছিলেন তৃণমূল নেতা সহদেব বাগদি । গত ৪ জুলাই গ্রামের বাইরে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়।
#লাভপুর: গত ৪ জুলাই লাভপুরের ভাটরা গ্রামে খুন হন তৃণমূল নেতা সহদেব বাগদি। বোলপুরের কাশীপুর থেকে লাভপুর থানার পুলিশ আনারুলকে গ্রেপ্তার করে।
লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রামের বাসিন্দা ছিলেন তৃণমূল নেতা সহদেব বাগদি । গত ৪ জুলাই গ্রামের বাইরে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়। তিনি ঠিবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। এই ঘটনায় লাভপুরের বিধায়ক মণিরুল ইসলামের দাদা আনারুল ইসলামের নাম জড়ায়। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার বোলপুরের কাশীপুর থেকে আনারুলকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ।
advertisement
২০১০ সালে বালির ঘাটের দখলদারিকে কেন্দ্র করে একই পরিবারের তিন ভাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। ওই তিন ভাই সিপিএম সমর্থক ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। সেই ঘটনায় মণিরুল ইসলাম ও তাঁর দাদার যুক্ত থাকার অভিযোগ ওঠে ।
advertisement
একদা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মণিরুল ইসলাম ২০১৬ সালে শাসক দলের টিকিটেই লাভপুর থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন৷ কিন্তু ২০১৯-এ বিজেপি-তে যোগদান করেন তিনি৷
advertisement
Indrajit Ruj
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 21, 2020 9:56 AM IST







