Egra Blast: ওড়িশার হাসপাতালেই সব শেষ, মৃত্যু ভানু বাগের! এগরা কাণ্ডে বিরাট মোড়

Last Updated:

Egra Blast: গত বুধবার সকালেই ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছিল সিআইডির বিশেষ দল৷ এদিকে ভানু ঘনিষ্ঠ ৪ জনকে ডেকে জিজ্ঞাসাবাদও শুরু হয়৷ সবশেষে রাতেই মিলেছিল সাফল্য৷

মৃত ভানু বাগ
মৃত ভানু বাগ
এগরা: এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হল মূল অভিযুক্ত ভানু বাগের। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। ওই মারাত্মক বিস্ফোরণ কাণ্ডের পর ক্ষতবিক্ষত ছিলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগও৷ কিন্তু, সে সব তোয়াক্কা না করেই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি ছাড়েন তিনি৷ তখনও ভানু ছিলেন রক্তাক্ত৷ বেশিদূর যাওয়ার ক্ষমতা তাঁর ছিল না৷ সেটা বুঝেই সিআইডি আধিকারিকেরা আন্দাজ করেছিলেন, পালালেও, খুব বেশি দূরে যাননি অভিযুক্ত৷ শুরু হয় তল্লাশি৷
গত বুধবার সকালেই ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছিল সিআইডির বিশেষ দল৷ এদিকে ভানু ঘনিষ্ঠ ৪ জনকে ডেকে জিজ্ঞাসাবাদও শুরু হয়৷ সবশেষে রাতেই মিলেছিল সাফল্য৷ সিআইডি আধিকারিকদের হাতে ধরা পড়ে গিয়েছিলেন ভানু৷ ভানুর পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভাইপো ইন্দ্রজিৎ বাগ৷
advertisement
advertisement
তবে গ্রেফতার করা হলেও ভানুকে এখনই এ রাজ্যে আনা সম্ভব ছিল না৷ জানা গিয়েছে, ওড়িশায় পৌঁছেই আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন ভানু বাগ। ওড়িশার কটকের রুদ্র নার্সিংহোমেই ভর্তি ছিলেন তিনি৷ তাঁকে বেডের উপরে কলাপাতা বিছিয়ে শুইয়ে রাখা হয়েছিল। সেই ছবিও প্রকাশ্যে আসে। তবে, ওড়িশা পুলিশ ছিল পাহারায়৷ একটু সুস্থ হলেই ভানুকে ট্রানজিট রিম্যান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হত। কিন্তু তার আগেই মৃত্যু হল ভানুর।
advertisement
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানা বিস্ফোরণের বলি হয়েছেন কমপক্ষে ৯ জন৷ এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই৷ তার মধ্যে ২ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে৷ সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা৷ বিস্ফোরণের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না কৃষ্ণপদ ওরফে ভানু বাগকে৷ গতকাল থেকেই তার তল্লাশিতে নামেন সিআইডি আধিকারিকেরা৷ ওড়িশায় পাঠানো হয় বিশেষ দল৷ ৪ জনকে আটক করে ভানু সম্পর্কে চলে জিজ্ঞাসাবাদও৷ এরপরই খোঁজ মেলে তাঁর। কিন্তু শেষরক্ষা হল না। মৃত্যু হল ভানু বাগের।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egra Blast: ওড়িশার হাসপাতালেই সব শেষ, মৃত্যু ভানু বাগের! এগরা কাণ্ডে বিরাট মোড়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement