ED Raid: ১০০ দিনের কাজে দুর্নীতি অভিযোগে তদন্তে ইডি, শহর থেকে জেলা একাধিক জায়গায় তল্লাশি
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
ED Raid: জানা গিয়েছে ১০০ দিনের কাজের দুর্নীতি তদন্তে এই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
কলকাতা: মঙ্গলবার সকালে একযোগে একাধিক জায়গায় হানা দিল ইডি। জানা গিয়েছে, ১০০ দিনের কাজের দুর্নীতি তদন্তে এই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই তল্লাশি অভিযানে নামে ইডি।
বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি চত্বরে রথীনদের বাড়িতে ইডি হানা দেয় এদিন। তিনি নওদার পঞ্চায়েতের কর্মী পদে রয়েছেন। অভিযোগ, ১০০ দিনের কাজের দুর্নীতিতে তিনি যুক্ত রয়েছেন। ১০০ দিনের দুর্নীতির কাণ্ডে আগেই ইডি হানা চলছে বিভিন্ন জায়গায়। রথীন দে তিনি নওদার পঞ্চায়েতের সচিব পদে কর্মরত ছিলেন।
আগে দুর্নীতির অভিযোগ তুলে নওদা ও বেলডাঙার বিডিও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দোষী প্রমাণিত হতেই তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে আগে জেল খেটেছেন। বর্তমানে তিনি সাসপেন্ড রয়েছেন। পঞ্চায়েত দুর্নীতি থেকে একশো দিনের দুর্নীতির কান্ডে মুর্শিদাবাদের বহরমপুরে সাত সকালে এই ইডির হানা হয়।
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, বেলডাঙায় ২০১৯ সালে একটি এফআইআর হয়। আরেকটি ২০১৯ সালের শেষের দিকে। এর পাশাপাশি মুর্শিদাবাদেও আরেকটি এফআইআর হয়। সব মিলে একটি ECIR করে ইডি। অভিযোগ, ভুয়ো অ্যাকাউন্ট খুলে যাঁরা ১০০ দিনের কাজ করেনি, তাঁদের অ্যাকাউন্টে মনরেগা প্রকল্পের টাকা ঢুকেছে। এই দুর্নীতি কাণ্ডে একশ্রেণির সরকারি আধিকারিকরাও যুক্ত রয়েছে বলে দাবি ইডির।
advertisement
এদিন ইডি অফিসাররা হুগলির ধনেখালির ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সঞ্চয়ন পানের দুটো ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে। ১০০ দিনের প্রকল্পের দুর্নীতি অভিযোগেই এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ১০০ দিনের প্রকল্পের দুর্নীতির অভিযোগ রয়েছে একাধিক ক্ষেত্রে। মুর্শিদাবাদ, চুঁচুড়া, ঝাড়গ্রাম, সল্টলেকের দুটি ফ্ল্যাট সহ ৬ টি জায়গায় ১০০ দিনের কাজের প্রকল্পের তল্লাশি চালাচ্ছে ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 10:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED Raid: ১০০ দিনের কাজে দুর্নীতি অভিযোগে তদন্তে ইডি, শহর থেকে জেলা একাধিক জায়গায় তল্লাশি