ED Raid: দরজা খুলতেই দুয়ারে ইডি...! সাতসকালে কার বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা? শুনলে চমকে যাবেন

Last Updated:

ED Raid: সাত সকালে ইডির হানা হুগলির চুঁচুড়াতে। একই নামে ভুল ঠিকানায়। চরম শোরগোল।

+
চুঁচুড়ার

চুঁচুড়ার ময়নাডাঙ্গার ভুল বাড়িতে এটি

হুগলি: সাত সকালে ইডির হানা হুগলিতে। তবে ভুল ঠিকানায়, ভুল নামে। ১০০ দিনের কাজের দুর্নীতিতে মঙ্গলবার রাজ্যের ৪ জেলায় তল্লাশি করতে পৌঁছয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই মোতাবেক চুঁচুড়ায় এক লজেন্স ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিক-সহ কেন্দ্রীয় জওয়ানরা। তবে নাম বিভ্রাটের কারণে এই ঘটনা এমনটাই জানায় তদন্তকারী আধিকারিক সংস্থা।
চুঁচুড়ার ময়নাডাঙ্গার বাসিন্দা সন্দীপ সাধুখাঁ বাড়িতে মঙ্গলবার সকালে এসে পৌঁছন ইডির আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় জওয়ানের এক বড় দল। ১০০ দিনের কাজের টাকা তছরুপ ও ভুয়ো জব কার্ড তৈরি এই সমস্ত কিছুর প্রামাণ্য নথি খুঁজতেই ইডির হানা এমনটাই জানা যায় সূত্র মারফত।
advertisement
advertisement
তবে পরে জানা যায়, চুঁচুড়ার যে বাড়িতে তারা তদন্ত করতে এসেছিলেন সেই বাড়িটি অন্য ব্যক্তির একই নাম হওয়ার দরুন এই বিভ্রাটের শিকার হয়েছেন ইডি আধিকারিকরা এমনই জানান এক তদন্তকারী সংস্থার আধিকারিক।এই বিষয়ে তদন্তকারী সংস্থার আধিকারিক বলেন, তারা যে নামের লোকের বাড়িতে যেতে চেয়েছিলেন সেই নামের সঙ্গে এই ব্যক্তির নাম ও পদবীর মিল রয়েছে সেই কারণেই ভুলবশত তাদের বাড়িতে চলে এসেছেন তারা।
advertisement
পরবর্তীতে চুঁচুড়া ছেড়ে ধনিয়াখালীর দিকে রওনা দেন তদন্তকারী আধিকারিক সংস্থা। সন্দীপ সাধুখাঁর ছেলে শুভদীপ সাধুখাঁ বলেছেন ভুল ঠিকানায় ভুল লোকের কাছে আসে ইডি। সকাল ঘুম থেকে উঠে দরজা খুলে সিআরপিএফ দেখে ঘাবড়ে যান গোটা পরিবার। পরে ইডি আধিকারিকরা জানায় তাদের ভুল হয়েছে। ইডি তদন্তে আসায় সামাজিক সম্মান নষ্ট হয়েছে বলে দাবি তাঁর।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED Raid: দরজা খুলতেই দুয়ারে ইডি...! সাতসকালে কার বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা? শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement