East West Underwater Metro: গঙ্গার নীচে পাতালরেলের প্রথম যাত্রী হতে এই ব্যক্তি যা করলেন, শুনে চমকে যাবেন!

Last Updated:

East West Underwater Metro: শুধু অভিজ্ঞতা সঞ্চয় নয়, এই মেট্রো রুট মানুষের সময় সাশ্রয় করবে। যানজট ছাড়াই কম সময়ে পৌঁছতে পারবে গন্তব্যে।দীর্ঘ অপেক্ষার পর ১৫ মার্চ সাধারণ যাত্রী চলাচলের ছাড়পত্র পায়।

+
মেট্রো

মেট্রো রেল

রাকেশ মাইতি, হাওড়া: প্রথম যাত্রী হিসেবে টিকিট কাটতে মেট্রো দোরগোড়ায় রাত্রিযাপন! শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটে গেল হাওড়ার ময়দান মেট্রো স্টেশনে। প্রায় ১৪ বছর অপেক্ষার পর হাওড়ার মানুষের স্বপ্ন পূরণ। গঙ্গার নীচে একটি ট্রানেল হাওড়া কলকাতা যুক্ত করছে। এই পথে কয়েক মিনিটে হাওড়া থেকে পৌঁছন যাবে কলকাতা সল্টলেক। একই ভাবে কলকাতা থেকে হাওড়ায় আসা যাবে মেট্রো চড়ে। দেশের একমাত্র মেট্রো রুট যেটা নদীর নিচ দিয়ে এগিয়েছে।
এই রুট তৈরি হওয়া শুরু থেকেই বেশ চর্চা তো ছিল। কবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, সেই অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। সেদিক থেকে এই রুটে মেট্রোর সওয়ার হওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। এ বিষয়ে  সারা দেশের মানুষের আগ্রহ রয়েছে। শুধু অভিজ্ঞতা সঞ্চয় নয়, এই মেট্রো রুট মানুষের সময় সাশ্রয় করবে। যানজট ছাড়াই কম সময়ে পৌঁছতে পারবে গন্তব্যে।দীর্ঘ অপেক্ষার পর ১৫ মার্চ সাধারণ যাত্রী চলাচলের ছাড়পত্র পায়।
advertisement
আরও পড়ুন : থাইরয়েডের সমস্যায় জর্জরিত? নিয়মিত খান এগুলি, পালাবে অসুখ
প্রথম দিন মেট্রো চড়ার অভিজ্ঞতা সঞ্চয় করতে বহু মানুষ হাওড়া কলকাতা-দুই স্টেশনে জমা হয়েছিলেন। সকাল থেকে রীতিমতো মানুষের ঢল নেমেছিল। এদিনের এই মেট্রো চলাচলের যে বিষয় সকলকে অবাক করছে। তা হল এক ব্যক্তি ১৪ মার্চ অর্থাৎ আগের দিন সন্ধ্যা থেকে মেট্রো স্টেশনের দোরগোড়ায় হাজির হয়েছিলেন টিকিট কাটতে। আর এই ইচ্ছা পূরণ করতে রাত্রি যাপন করেন। কয়েক ঘন্টা অপেক্ষার পর তিনিই প্রথম টিকিট হাতে পান। তাতে দারুণ খুশি ওই যাত্রী।
advertisement
advertisement
এ প্রসঙ্গে ওই যাত্রী গৌর ভান্ডারী জানান, প্রথম টিকিট পেয়ে তিনি দারুণ আনন্দিত। তারকেশ্বর থেকে বিকেল ৪.২০-তে ট্রেনে হাওড়ায় এসে পৌঁছন। সন্ধ্যা ছ’টা থেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে প্রথম টিকিটটি হাতে পান।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East West Underwater Metro: গঙ্গার নীচে পাতালরেলের প্রথম যাত্রী হতে এই ব্যক্তি যা করলেন, শুনে চমকে যাবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement