East Medinipur News: এ যেন আরও এক রূপকথা! ৪০০ বছরের ইতিহাস নিয়ে এখনও ঠায় দাঁড়িয়ে...এবার সেই রাজবাড়িকেই বিশ্ব দরবারে স্বীকৃতি

Last Updated:

২০০৪ সালে তাম্রলিপ্ত রাজবাড়িটি জাতীয় হেরিটেজ স্বীকৃতি লাভ করে। এবার ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি লাভে এক ধাপ এগোলো তমলুক রাজবাড়ি। 

+
তমলুক

তমলুক রাজবাড়ি 

তমলুক: চলমান ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত রাজবাড়ি। রাজবাড়ির ইট পাজরে গাঁথা রয়েছে সেই ইতিহাস। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের নানা পর্বের সঙ্গে যুক্ত ময়ূর রাজবংশের রাজপুরুষেরা। এক সময়ে স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল এই রাজবাড়ি। প্রায় পাঁচ হাজার বছরে বহমান কালের নানা ইতিহাসের সাক্ষ্মী তাম্রলিপ্ত রাজবাড়ি। বর্তমানে ভগ্নপ্রায় রাজবাড়ির আনুমানিক বয়স প্রায় চারশ বছরের কাছাকাছি। ২০০৪ সালে তাম্রলিপ্ত রাজবাড়িটি জাতীয় হেরিটেজ স্বীকৃতি লাভ করে। এবার ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি লাভে এক ধাপ এগালো তমলুক রাজবাড়ি।
ভারতের মধ্যযুগে দেখতে পাওয়া যায় তাম্রলিপ্তের নিদর্শন। মধ্যযুগে তাম্রলিপ্ত বন্দর ছিল অন্যতম। এই তাম্রলিপ্ত বন্দর দিয়ে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে সিংহল যাত্রা করেছিলেন সম্রাট অশোকের পুত্র ও কন্যা। এছাড়াও এই তাম্রলিপ্ত নগরীতে এসেছিলেন বিখ্যাত পরিব্রাজক ফা হিয়েন, হিয়েন সঙ, পাঁচ ইনিয়েত। এর থেকে জানা যায় প্রাচীন তাম্রলিপ্ত নগরী গৌরবময় ইতিহাসের কথা। আধুনিক কালে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাম্রলিপ্ত রাজবাড়ির কথা। বর্তমানে পুরানো প্রাসাদ পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের অধীনে। সংরক্ষণের কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: রক্তের জন্য হাহাকার! চারপাশ জুড়ে শুধুই কংক্রিটের ধ্বংসস্তূপ, মায়ানমার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
ইংরেজদের দেওয়া তথ্য থেকে জানা যায়, ভারতের প্রাচীনতম পরিবারগুলোর মধ্যে অন্যতম তাম্রলিপ্ত রাজপরিবার। ২০০৪ সালে তাম্রলিপ্ত রাজবাড়ি জাতীয় হেরিটেজ স্বীকৃতি পায়। সম্প্রতি তাম্রলিপ্ত রাজবাড়ি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতির জন্য চিঠি দিয়েছিলেন রাজবাড়ির সদস্য তথা তাম্রলিপ্ত পৌরসভার পুর প্রধান দীপেন্দ্র নারায়ণ রায়। সম্প্রতি ভারতীয় পুরা তত্ত্ব সর্বক্ষণের ওয়ার্ল্ড হেরিটেজ বিভাগের পক্ষ থেকে রাজবাড়ির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট দফতরের ফিল্ড অফিসারকে এই বিষয়ে একটি সামগ্রিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অ্যাওয়ার্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগানো গিয়েছে বলে অভিমত রাজ পরিবারের।
advertisement
advertisement
আরও পড়ুন: আবার খুন! দরজার বাইরে ফোঁটা ফোঁটা রক্ত, বক্সখাটের ভিতরে ব্যাগে ঠেসে ভরা মহিলার দেহ, পাশে ধূপকাঠি
তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা তমলুক পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন, ‘তাম্রলিপ্ত রাজবাড়িতথা তাম্রলিপ্ত নগরীর ইতিহাস কয়েক হাজার বছরের পুরানো। থাইল্যান্ড নেপাল শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের ইউনিস্কোর প্রতিনিধিরা বিভিন্ন সেমিনার‌‌ ও জার্নালে উল্লেখ করেছেন। ‌ আমরা চাই প্রাচীন তাম্রলিপ্ত নগরীর কথা সারা বিশ্ব জানুক। তাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতির জন্য তথ্য সহ চিঠি দিয়েছিলাম দেশের রাষ্ট্রপতিকে। সম্প্রতি সংশ্লিষ্ট দফতরের ফিল্ড অফিসারকে এই বিষয়ে একটি সামগ্রিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’ তমলুকের ধুলোবালি, ইট-কড়ি-বর্গায় হাজার হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ হয়ে আছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি মিলে সারা বিশ্ব জানবে তাম্রলিপ্ত রাজবাড়ি তথা তমলুকের নাম!
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: এ যেন আরও এক রূপকথা! ৪০০ বছরের ইতিহাস নিয়ে এখনও ঠায় দাঁড়িয়ে...এবার সেই রাজবাড়িকেই বিশ্ব দরবারে স্বীকৃতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement