Myanmar Earthquake: রক্তের জন্য হাহাকার! চারপাশ জুড়ে শুধুই কংক্রিটের ধ্বংসস্তূপ, মায়ানমার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত শুক্রবার বেলা ১২ টা নাগাদ কয়েক মিনিটের ফারাকে দু’বার কেঁপে ওঠে মায়ানমার৷ প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭, পরেরটা ৬.৪৷ তারপরও একাধিক আফটার শক হয়েছে সেখানে৷
মায়ানমার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল৷ আহতের সংখ্যা কমপক্ষে ২৩০০৷ এখানেই শেষ নয়, গত শুক্রবার পর পর দু’বার ভয়াবহ ভাবে কেঁপে ওঠার পরও মায়ানমারের মাটিতে অব্যাহত আফটার শক৷ গত শুক্রবারই রাত ১২টা নাগাদ আবারও ভূমিকম্প হয়েছে সেখানে৷ রিখটার স্কেলে সেই আফটার শকের মাত্রা ছিল ৪.২৷
advertisement
মায়ানমারের জুনতা সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত এলাকা ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেখানে রক্তের চাহিদা সবচেয়ে বেশি৷ বহু বহু মানুষ আহত৷ তাঁদের দেওয়ার মতো রক্ত পাওয়ার যাচ্ছে না হাসপাতালে৷ ফলে ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ আন্তর্জাতিক মহল থেকে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সাহায্য প্রার্থনা করেছে মায়ানমার সরকার৷
advertisement
গত শুক্রবার বেলা ১২ টা নাগাদ কয়েক মিনিটের ফারাকে দু’বার কেঁপে ওঠে মায়ানমার৷ প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭, পরেরটা ৬.৪৷ তারপরও একাধিক আফটার শক হয়েছে সেখানে৷
advertisement
মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে তার পড়শি দেশ থাইল্যান্ডেও৷ থাইল্যান্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ৷ আহত ৬৮৷ চিনেও ২ জন আহত৷ সব মিলিয়ে মৃতের সংখ্যা ১,০১২, আহত, ২৪৪৬৷
advertisement