Viral Bamboo Bridge: বর্ধমানের ভাইরাল বাঁশের ব্রিজ! ভিডিও বানালেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ, রিলস বানাতে ব্যাপক ভিড় ক্রিয়েটরদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Medinipur Viral Bamboo Bridge: পূর্ব বর্ধমানের এই বাঁশের ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও বানালেই নাকি বাড়ছে ভিউজ এবং ফলোয়ার্স! রিলস বানানোর সময় বাঁশের ব্রিজ নড়লেও তাতে ভয় নেই ক্রিয়েটারদের!
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের এই বাঁশের ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও বানালেই নাকি বাড়ছে ভিউজ এবং ফলোয়ার্স! রিলস বানানোর সময় বাঁশের ব্রিজ নড়লেও তাতে ভয় নেই ক্রিয়েটারদের! ব্রিজ নড়লেও একেবারে ফুল দমে চলছে নাচানাচি। সূত্রের খবর এই ভিডিও বানাতে গিয়ে অনেকের মোবাইলও পড়েছে জলে। তবে আসল কথা হল ব্রিজ কাঁপুক বা মোবাইলই হারিয়ে যাক, ব্রিজ কর্তৃপক্ষ সতর্ক করলেও একরকম অসাবধানতার সঙ্গেই চলছে রিলস বানানোর কাজ।
সাধারণ মানুষের সুবিধার্থে পারাপারের জন্য ছাড়ি গঙ্গার উপর পূর্বস্থলী থেকে নদিয়া জেলার ইদ্রাকপুর যাওয়ার জন্য কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে অস্থায়ী বাঁশের ব্রিজের। আর সেই বাঁশের ব্রিজের উপরেই বিকাল হতেই কনটেন্ট ক্রিকেটারদের ভিড়। অস্থায়ী সেই বাঁশের ব্রিজের উপর নাচানাচি-সহ বিভিন্ন কনটেন্টের ভিডিও তৈরির জন্য বিকেল হলেই ভিড় জমাচ্ছে তরুণ-তরুণীরা। বিকেল হলেই এলাকায় তৈরি হচ্ছে যেন একরকম মেলার পরিবেশ। বসছে ফুচকা, পাপড়ি চাট, ঝালমুড়ি-সহ বিভিন্ন দোকান।
advertisement
advertisement
ভিডিও বানাতে এসে গোপাল রাজবংশী বলেন, “এটা বাঁশের ব্রিজ, এখানে ভিডিও করতে এসেছি। বিকেল বেলায় বহু দূর থেকে মানুষ আসে ভিডিও করতে। সবাই বলছে ভাইরাল হবে, ফলোয়ার বাড়বে সেইজন্য আগেও একবার এসেছিলাম এখন আবার এসেছি। তবে এখানে এক একজনের ভিডিও করতে গিয়ে মোবাইল জলে পড়ে গিয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে প্রশ্ন উঠছে এই অস্থায়ী ব্রিজের উপর নাচানাচি কতটা সুরক্ষিত? এই প্রশ্নের উত্তরে ঘাট কর্তৃপক্ষের তরফে প্রতাপ ঘোষ বলেন, এটি পারাপারের জন্য একটি ঘাট ছিল, কিন্তু বছরের খরার সময় জল না থাকার কারণে পারাপারে সমস্যা হত। সেই কারণেই এই ব্রিজের ভাবনা। তবে যে সমস্ত কনটেন্ট ক্রিয়েটাররা ব্রিজের উপর ভিডিও তৈরি করতে যাচ্ছেন তাদেরকে সাবধান করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এই বিষয়ে তিনি আরও বলেন, “অনেকেই নতুন হয়েছে বলে আসছে যাচ্ছে, ভিডিও করছে। তবে আমরা সকলকেই সতর্ক করছি। এটা তৈরি হয়েছে পুরোটাই মানুষের সুবিধার জন্য।”
advertisement
১০ টাকার বিনিময়ে ব্রিজের উপর উঠলেই বানানো যাচ্ছে বিভিন্ন ভিডিও। তবে এটি ভিডিও বানানোর জন্য ধার্য টাকা নয়! পারাপারের জন্য ধার্য টাকা ১০ টাকা। ১০ টাকা দিয়ে ব্রিজে উঠে ভিডিও তৈরি করছেন অনেকেই। তবে স্থানীয়রা জানিয়েছেন, যে পরিমাণ ব্রিজের ওপর লাফালাফি বা ঝাঁপাঝাপি হচ্ছে তাতে যেকোনও মুহূর্তে বিপদ ঘটার আশঙ্কাও রয়েছে। পূর্বস্থলী, নবদ্বীপ, কৃষ্ণনগর, লক্ষ্মীপুর-সহ দূরদূরান্ত থেকে ভিডিও বানানোর জন্য ভিড় করছে তরুণ-তরুণীরা। কনটেন্ট ক্রিয়েটারদের কাছে এই ব্রিজ পরিচিত ‘পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ’ নামে। আর এই ভাইরাল ব্রিজে বিকেল হলেই হচ্ছে জমজমাট। তবে প্রশ্ন একটাই পারাপারের জন্য এই ব্রিজে এই রকম লাফালাফি হলে, কতদিন ঠিকমতো সুরক্ষিত থাকবে ব্রিজ? তাছাড়া যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে সেই দায়ই বা কে নেবে? সবমিলিয়ে মানুষের সুবিধার্থে তৈরি হওয়া বাঁশের ব্রিজ এখন রিলস বানানোর আখড়া!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
December 09, 2025 7:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Bamboo Bridge: বর্ধমানের ভাইরাল বাঁশের ব্রিজ! ভিডিও বানালেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ, রিলস বানাতে ব্যাপক ভিড় ক্রিয়েটরদের









