East Medinipur News: বেহাল রাস্তা দিয়েই দিনের পর দিন যাতায়াত পড়ুয়াদের, রাস্তা কেটে প্রতিবাদ সাধারণ মানুষের! 

Last Updated:

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলায় রাস্তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এবার দীর্ঘ ৩০ বছর রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তা কেটে বিক্ষোভ দেখালো পাঁশকুড়ার ভোগপুর এলাকার মানুষজন। 

+
পাঁশকুড়া

পাঁশকুড়া থানা

পাঁশকুড়া: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলায় রাস্তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এবার দীর্ঘ ৩০ বছর রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তা কেটে বিক্ষোভ দেখাল পাঁশকুড়ার ভোগপুর এলাকার মানুষজন। ভোগপুর ও শুকুতিয়ার মধ্যে সংযোগকারী রাস্তার অবস্থা বেহাল। ওই এলাকার বিভিন্ন গ্রামের ১০ থেকে ১২ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে প্রতিদিন। প্রতিবার ভোটের সময় এলে রাস্তার উন্নতি সাধন ঘটবে বলে নেতারা ভোট চায়। কিন্তু ভোট চলে গেলে চিত্রটা একই থাকে।
দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল হওয়ায় শুধু সাধারণ গ্রামবাসীরাই নয় এই রাস্তা দিয়ে প্রায় ছয় থেকে সাতটি স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করে। পাশাপাশি ওই এলাকায় মাছের ভেড়ি থাকায় মাছের গাড়ি এবং খড়ি চাষের ফলে খড়ির গাড়িও যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কিন্তু রাস্তার অবস্থা ভাল না হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার সম্মুখীন হয় সাধারণ সাইকেল আরোহী থেকে পথচারী এমনকী মোটরসাইকেল আরোহীরাও।
advertisement
advertisement
পাঁশকুড়ার ভোগপুর ও সুকুটিয়া এলাকার সংযোগকারী দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার রাস্তার খুব বেহাল অবস্থা। এলাকাবাসীর দাবি ছিল ওই রাস্তা পিচ করা হোক। সেইমত সাড়ে তিন কিলোমিটার রাস্তা এইচ ডি এ এর আওতায় আনা হয়। কিন্তু তারপরও রাস্তার কাজ হয়নি।
এলাকাবাসীর দাবি এইচ ডি এ এর আওতায় আসার পরও এলাকার প্রধান জোরপূর্বক ওই রাস্তা পথশ্রীতে প্রকল্পের আওতায় আনে। পাশাপাশি এলাকাবাসীর আরও অভিযোগ, এই মোরাম রাস্তার ইট খুলে নিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে যা সম্পূর্ণ বেআইনি।
advertisement
কামিনাচক, সরস্বত্মা, পূর্ব ইটারা, শুকুটিয়া, খসরবন সহ প্রায় দশটি গ্রামের মানুষের যাতা দিয়ে রাস্তা দিয়ে। এলাকাবাসীর দাবি এই রাস্তা পিচ দিয়ে করতে হবে। এই রাস্তা পিচ করার দাবিতে এদিন সকাল থেকে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। রাস্তার দাবীতে সাধারণ মানুষ বেহাল মোরাম রাস্তা কেটে বিক্ষোভ দেখায় পাশাপাশি এলাকার প্রধানের ওপর ক্ষোভ ফেটে পড়ে সাধারণ মানুষ।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: বেহাল রাস্তা দিয়েই দিনের পর দিন যাতায়াত পড়ুয়াদের, রাস্তা কেটে প্রতিবাদ সাধারণ মানুষের! 
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement