Student Teacher News: প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেলল ছাত্র-ছাত্রীরা...! নন্দকুমারে বিরল প্রতিবাদে শোরগোল
Last Updated:
Student Teacher News: প্রাণপ্রিয় শিক্ষকের বদলি হয়ে যাবে অন্যত্র। শিক্ষকের বদলি রুখতে ছাত্রছাত্রী ও অভিভাবকগণ পথ আটকাল। এমনকি কান্নায় ভেঙে পড়ল প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা।
রাজ্যজুড়ে বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শিক্ষক নিয়োগ দুর্নীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষক সমাজকে কলুষিত করেছে। সেখানে বরগোদা জলপাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখর ধরের বদলে রুখতে কান্নায় ভেঙে পড়ল ছাত্র-ছাত্রীরা এবং বদলির প্রতিবাদে সামিল হল তাদের অভিভাবকেরা। এদিন স্কুল শুরুর সময় থেকে স্কুলের সামনে জড়ো হয়, ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা। স্কুলের সামনের বাস রাস্তা অবরোধ করে শিক্ষক বদলির বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
অভিভাবকেরা জানান, 'শিক্ষক শেখর ধরের কারণে স্কুলের সামগ্রিক মানোন্নয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও খেলাধুলার প্রতিভা বিকাশ হয়েছে। এখন যদি সেই শিক্ষক বদলি হয়ে যায় তাহলে স্কুল অচল হয়ে পড়বে। তারা তাদের ছেলে মেয়েকে এই স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নেবে।'
advertisement
এ বিষয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখর ধর জানান, 'তাঁর চাকরি জীবনের প্রায় ২২ বছর এই স্কুলে শিক্ষকতা করছেন। শেষ সাত বছর ধরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। সরকারি নির্দেশে এই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছেন। তাঁকে অন্যত্র চলে যেতে হবে। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকেরা তাঁকে যে ভালোবাসায় বেঁধে রেখেছে তাতে তিনি আপ্লুত।' ছাত্র-ছাত্রী অভিভাবকেরা স্কুলের গেটে তালা লাগিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। অবরোধ করে বাস রাস্তায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 7:11 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Teacher News: প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেলল ছাত্র-ছাত্রীরা...! নন্দকুমারে বিরল প্রতিবাদে শোরগোল