Duare Sarkar Camp: দুয়ারে সরকারের ক্যাম্পে ইনি কে! পরিচয় জানতেই চমকে গেল এগরার মানুষ! সকলের মুখে হাসি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Duare Sarkar Camp: পূর্ব মেদিনীপুর জেলায় এবার রেকর্ড সংখ্যক শিবিরের আয়োজন করছে জেলা প্রশাসন। ফলে উপকৃত উপভোক্তার সংখ্যাও বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছেন অনেকেই।
পঙ্কজ দাশরথী, এগরা: দুয়ারে সরকার ক্যাম্পে আমজনতাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে ময়দানে খোদ জেলাশাসক। পূর্ব মেদিনীপুর জেলায় এবার রেকর্ড সংখ্যক শিবিরের আয়োজন করছে জেলা প্রশাসন। ফলে উপকৃত উপভোক্তার সংখ্যাও বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছেন অনেকেই।
শুক্রবার থেকে আরম্ভ হওয়া নবম দুয়ারে সরকার শিবির চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।বেড়েছে এই শিবির থেকে প্রাপ্ত সুবিধার সংখ্যাও। এখন থেকে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার আর্থিক সহায়তার জন্য আবেদনের সুবিধাও থাকছে দুয়ারে সরকার শিবিরে।
আরও পড়ুনঃ বিকেল গড়াতেই গা ছমছমে পরিবেশ! এই পাহাড়ি গ্রাম পর্যটকদের স্বর্গরাজ্য, ভয়কে জয় করে আপনিও ঘুরে আসুন
বৃহস্পতিবার সকাল থেকেই এগরা মহকুমা এলাকার বেশ কয়েকটি শিবির পরিদর্শনের পাশাপাশি আমজনতাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে ময়দানে নামতে দেখা যায় খোদ জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও এগরার মহকুমাশাসক মণজিৎ কুমার কুমার যাদবকে,এছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকেই দুয়ারে সরকার শিবিরের বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
advertisement
advertisement
জেলাশাসক বলেন, পঞ্চম দুয়ারে সরকার কর্মসূচিতে জেলায় শিবিরের সংখ্যা ছিল ৪ হাজার। কিন্তু এবার শিবিরের সংখ্যা অনেকটাই বেড়েছে। যে আবেদনগুলি এই শিবিরে জমা পড়বে সেগুলি ২৮ ফেব্রুয়ারির মধ্যে খতিয়ে দেখে চূড়ান্ত পদক্ষেপ করা হবে।জেলাশাসক আরও বলেন, এদিন এগরা ১ ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের বড়নিহারিতে আমরা শিবিরে আসা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তাঁরা রাস্তা নির্মাণ,পথবাতি সহ বেশকিছু বিষয় আমাদের জানিয়েছেন।সংশ্লিষ্ট দপ্তরগুলিকে বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির জন্য বলা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 6:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duare Sarkar Camp: দুয়ারে সরকারের ক্যাম্পে ইনি কে! পরিচয় জানতেই চমকে গেল এগরার মানুষ! সকলের মুখে হাসি