East Bardhaman: কোনও কাজ হয়নি! বিধায়ক-কাউন্সিলরের তরজায় সরগরম বর্ধমান... হচ্ছেটা কী?
- Published by:Rachana Majumder
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
কাউন্সিলর আরও বলেন, 'কোনও নোটিশ,অর্ডার ছাড়া গরীব মানুষদের দোকান ভাঙা হয়েছে। আমি এই গরীব মানুষদের পাশে আছি। এরা সবাই সক্রিয় তৃণমূল কর্মী। এরা তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতায়। পাশাপাশি তিনি বলেন,আবার এখানেই দোকান হবে।'
বর্ধমান: বিধায়ক ও কাউন্সিলরের তরজায় শোরগোল বর্ধমানে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেখ বসির আহমেদ ওরফে বাদশা। তিনি জানান, ‘এবারের বিধানসভা ভোটে কী হবে বলতে পারব না। কাল থেকে ফের ফুটপাতে হকার বসাব। তাতে যা হওয়ার হবে।’ অন্যদিকে বিধায়ক জানিয়েছেন, ‘ভোটে কী হবে পরে দেখা যাবে, সরকারি জমি দখল করে হকার বসানো চলবে না।’
দু পক্ষই তৃণমূল কংগ্রেসের। তাদের কাদা ছোড়াছুড়ি নজর কেড়েছে শহরবাসীর। কাউন্সিলর সেখ বসির আহমেদ বলেন, ‘গোটা শহরে ৩৩ টি ওয়ার্ডে কোন কাজ হয়নি। উন্নয়ন হয় নি।শুধুমাত্র বেছে বেছে দু’তিনটি ওয়ার্ড ছাড়া অন্য কোন ওয়ার্ডে উন্নয়নের কাজ হয়নি।’ কাউন্সিলর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘বিধায়ক খোকন দাসের পাড়া ২৩ নম্বর ওয়ার্ড এবং বিধায়ক আগে যে ওয়ার্ড থেকে লড়তেন ২৪ নম্বর ওয়ার্ড ছাড়া কোন ওয়ার্ডে উন্নয়ন হয় না।’
advertisement
advertisement
বৃহস্পতিবার একবেলার বৃষ্টিতে ২৭ নম্বর ওয়ার্ড সহ শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। যা নিয়ে প্রতিবাদে সরব হন কাউন্সিলর। তাঁর অভিযোগ, প্রত্যেক বছর লহর বা খাল পরিষ্কার করার জন্য পৌরসভায় বাজেট বরাদ্দ করা হয়। কিন্তু এবার সেই বাজেট বরাদ্দ হয়নি। যার ফলে এক পশলা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গেছে। এর পাশাপাশি রাতের অন্ধকারে ২৭ নম্বর ওয়ার্ডে হকার উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হকারদের না জানিয়ে বা নোটিশ না দিয়ে দোকান বন্ধ অবস্থায় বুলডোজার চালিয়ে দোকান ভাঙা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন বাদশা।
advertisement
কাউন্সিলর আরও বলেন, ‘কোনও নোটিশ, অর্ডার ছাড়া গরিব মানুষদের দোকান ভাঙা হয়েছে। আমি এঁদের পাশে আছি। এঁরা সবাই সক্রিয় তৃণমূল কর্মী। এরা তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতায়। পাশাপাশি তিনি বলেন,আবার এখানেই দোকান হবে।’ এ ব্যাপারে বিধায়ক খোকন দাস বলেন, ‘উন্নয়ন কি হয়েছে তা জনগন দেখছে। ভোট কমে কমবে,রাস্তা দখল করে ব্যবসা করতে দেব না।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 9:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: কোনও কাজ হয়নি! বিধায়ক-কাউন্সিলরের তরজায় সরগরম বর্ধমান... হচ্ছেটা কী?