কাজে গতি বাড়াও, কড়া নির্দেশ নবান্নের! এই জেলায় শুরু জোর তৎপরতা

Last Updated:

প্রশাসনিক সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষে রাজ্যে গ্রামীণ এলাকায় প্রায় সাড়ে ৬ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।

#পূর্ব বর্ধমান: অভিযোগ, গতি নেই কাজে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে অনেক পিছিয়ে রয়েছে আর পাঁচটি জেলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলাও। বকেয়া কাজ দ্রুত শেষ করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ পাঠিয়েছে নবান্ন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তৎপরতা বাড়িয়েছে জেলা প্রশাসন।কোন ব্লকে কত কাজ বাকি, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের কাজে গতি আনতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতর বিভিন্ন জেলার জেলাশাসককে দ্রুত গ্রামীণ এলাকায় পারিবারিক শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দিয়েছে। তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের নাম।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষে রাজ্যে গ্রামীণ এলাকায় প্রায় সাড়ে ৬ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু নভেম্বর মাস পর্যন্ত মাত্র ২ লক্ষ ৮৪ হাজার ৬৪৯ টি বাড়িতে শৌচালয় নির্মাণ করা সম্ভব হয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদীয়া এবং মালদায় প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় বলে দফতরের সমীক্ষায় উঠে এসেছে। মুর্শিদাবাদ জেলায় স্বচ্ছ ভারত মিশনে লক্ষ্যমাত্রার মাত্র ১৩ শতাংশ কাজ হয়েছে।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মালদা-এই চার জেলাতেও কাজ হয়েছে লক্ষ্যমাত্রার ৩০ শতাংশেরও কম। সূত্রের খবর, এই জেলাগুলিকে সতর্ক করে দ্রুত শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, বিষয়টি নিয়ে কার্যত নবান্নের ক্ষোভের মুখে পড়েছে পিছিয়ে থাকা পাঁচ জেলার জেলা প্রশাসন। নবান্নের তরফে বিভিন্ন জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন এই লক্ষ্যমাত্রা পূরণ করা গেল না, কেন হাতে বরাদ্দ থাকা সত্ত্বেও এই কাজে এতো সময় হয়েছে।
advertisement
এ ব্যাপারে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের কাজে গতি আনতে ব্লকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কোন ব্লকে কাজের অগ্রগতি কেমন তা খতিয়ে দেখা হচ্ছে এখন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাজে গতি বাড়াও, কড়া নির্দেশ নবান্নের! এই জেলায় শুরু জোর তৎপরতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement