Purba Bardhaman News: চাল আর মিষ্টির পরে পূর্ব বর্ধমানের ঝুলিতে আরও এক জিআই ট্যাগ, কী জানেন?

Last Updated:

Purba Bardhaman News: সীতাভোগ, মিহিদানা কিংবা গোবিন্দভোগ চালের পর, এবার পূর্ব বর্ধমানের ঝুলিতে এল আরও এক জিআই ট্যাগ।

+
টাঙ্গাইল

টাঙ্গাইল বুনতে ব্যস্ত তাঁত শিল্পী

পূর্ব বর্ধমান: সীতাভোগ, মিহিদানা কিংবা গোবিন্দভোগ চালের পর, এবার পূর্ব বর্ধমানের ঝুলিতে এলআরও এক জিআই ট্যাগ। তবে এবার আর মিষ্টি নয়। সম্প্রতি জিআই ট্যাগ পেল পূর্ব বর্ধমানের টাঙ্গাইল শাড়ি। দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করেন। পূর্ব বর্ধমান জেলার একাধিক জায়গায় টাঙ্গাইল শাড়ি তৈরির কাজ হয়। এখনও অনেক পরিবার রয়েছে, যারা দীর্ঘ কয়েক পুরুষ ধরে এই কাজ করে আসছেন। এহেন স্বীকৃতি পাওয়ার পর ঠিক কি প্রতিক্রিয়া এই শিল্পের সঙ্গে জড়িত মানুষদের? জিআই ট্যাগের হাত ধরে কতটা ফিরবে টাঙ্গাইলের বাজার ?
পূর্ব বর্ধমান জেলার আমডাঙা রূপশ্রী ত্তন্তুবায় সমবায় সমিতির টাঙ্গাইল ব্যবসায়ী তথা সমিতির ম্যানেজার সনৎ কুমার দে জানিয়েছেন , ১৯৬২ সাল থেকে তাদের সমিতিতে টাঙ্গাইল তৈরি হয় । আগে বাজার ভাল থাকলেও এখন সেরকম কদর নেই । তবে তাঁরা শুনেছেন জিআই ট্যাগ পেয়েছে। এবার তাইআশা করছেন হয়তো বিক্রি ভাল হবে ।
advertisement
আরও পড়ুন: কেন সুজিতের বাড়িতে ইডি, রয়েছে ‘বড়’ কারণ! তাপসের অফিসেও মহিলা অফিসারের তল্লাশি
পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়, ধাত্রীগ্রাম , পূর্বস্থলী, কাটোয়া, কেতুগ্রামের একাধিক জায়গায় তাঁত শিল্পের কাজ হয় দীর্ঘদিন ধরে। এই সমস্ত এলাকার শিল্পীদের তৈরি শাড়ি পাড়িদিয়েছে দেশ-বিদেশের একাধিক জায়গায়। সুনাম অর্জন করেছে বহু বিশিষ্ট জনের কাছ থেকে। আর এবার সেই শাড়িই পেল জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশনের স্বীকৃতি।
advertisement
advertisement
জিআই ট্যাগ অর্জনের ফলে তাঁত শিল্পের মার্কেটিং আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন কালনার হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার রঞ্জিত মাইতি। তিনি বলেন, এতে টাঙ্গাইল শাড়ির ব্র্যান্ড ভ্যালু আরও বৃদ্ধি পাবে।ভবিষ্যতে শিল্পের সঙ্গে জড়িতদের সুবিধার্থে ইমপ্লিমেন্টেশনের জন্য একটি এসোসিয়েশন গঠন হবে।এই বিষয়ে এক তাঁতি বলেন, দীর্ঘদিন ধরে তাঁত বুনছি। এবার আমরাও একটু আশার আলো দেখতে পাচ্ছি। আশা করছি বিক্রিআগের তুলনায় বাড়বে ।
advertisement
জেলার মধ্যে সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, শ্রীরামপুরে টাঙ্গাইলের কাজ হয়। জিআই ট্যাগের হাত ধরে আলো আঁধারের মাঝে থাকা টাঙ্গাইল তথা তাঁত শিল্প আবারও আলোয় ফিরবে। তেমনটাই স্বপ্ন দেখছেন জেলার অসংখ্য তাঁতি।
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: চাল আর মিষ্টির পরে পূর্ব বর্ধমানের ঝুলিতে আরও এক জিআই ট্যাগ, কী জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement