East Bardhaman: শীতের রাতে কমছে নরম লেপের আদর...! চাহিদা কমছে খণ্ডঘোষের লেপ তৈরির কারিগরদের
- Published by:Rachana Majumder
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
এখন লেপের চল অনেকটাই কমে গিয়েছে। অনেক বাড়িতে লেপ উধাও হয়েছে অনেক আগেই। বর্তমান প্রজন্ম বলছে, দূষণের কারণে আগের মতো শীত আর নেই। তাছাড়া এখন নরম তুলতুলে কম্বলের দামও কম, আবার ব্যবহার করাও সুবিধা।
পূর্ব বর্ধমান: আগে দুপুরের নিস্তব্ধতা ভাঙত ধুনুরির শব্দ। সেই যন্ত্র দিয়ে ধুনে ফেলা হতো শিমুল তুলো। এরপর তা লাল কাপড়ের উপর রেখে সুতো দিয়ে সেলাই করে ফেলা হত। সুতির কাপড়ে মুড়ে ফেলা হত সেই লেপ। তার গরমই ছিল আলাদা। সারাদিন রোদে দিয়ে সেই লেপ গায়ে দেওয়ার মজাই ছিল আলাদা। কিন্তু লেপের সেই সুদিন আর নেই। শেষের দিকে সিন্হেটিক তুলোয় লেপ তৈরি হতো। তা অপেক্ষাকৃত হালকা হত। এক সময় বাংলার গ্রামে শীতের আগমনে লেপ তৈরির ধুম পড়ত। নরম তুলোয় তৈরি লেপ বাঙালির শীতের রাতকে আরামদায়ক করে তুলত। কিন্তু আজকাল এই ঐতিহ্যবাহী শিল্পটি হারিয়ে যাওয়ার পথে। এখন অনেকেই কাছেই সস্তার কম্বলের চাহিদা বেশি। তাই ব্রাত্য থেকে যাচ্ছে বাঙালির এক সময়ের সাধের লেপ।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামে কয়েক জন কারিগর এখনও এই ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রেখেছেন। তাঁরা জানালেন, লেপের চাহিদা দিন দিন কমছে। একটি লেপ তৈরি করতে কম বেশি দু হাজার টাকা খরচ হয়। কিন্তু বাজারে সস্তা রেডিমেড শীতের কম্বলের কারণে লেপের চাহিদা কমে গেছে। তবুও তারা পেটের তাগিদে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
advertisement
বাংলার গ্রামে একসময় লেপ তৈরি ছিল একটি জনপ্রিয় শিল্প। সস্তা রেডিমেড পোশাকের আগমন, সময়ের অভাব এবং নতুন প্রজন্মের আগ্রহের অভাব এই শিল্পের পতনের কারণ। তবে তোড়কোনা গ্রামে এখনও কয়েকজন কারিগর এই ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রেখেছেন। তাঁরা বলছেন, এখন অনেক সস্তায় হালকা কম্বল মিলছে। দামও অনেক কম। সস্তার বিকল্প এসে যাওয়ার কারণে লেপের চাহিদা কমে গেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেশার কুকারে রুটি! ৩ মিনিটে হয়ে যাচ্ছে ২০ খানা…সেঁকার ঝক্কি শেষ, একবার জেনে নিলেই বাঁচবে অনেক সময়
এখন লেপের চল অনেকটাই কমে গিয়েছে। অনেক বাড়িতে লেপ উধাও হয়েছে অনেক আগেই। বর্তমান প্রজন্ম বলছে, দূষণের কারণে আগের মতো শীত আর নেই। তাছাড়া এখন নরম তুলতুলে কম্বলের দামও কম, আবার ব্যবহার করাও সুবিধা। একবার কিনলে একযুগ নিশ্চিন্ত। তাই আর লেপের কদর নেই অনেকের কাছেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 9:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: শীতের রাতে কমছে নরম লেপের আদর...! চাহিদা কমছে খণ্ডঘোষের লেপ তৈরির কারিগরদের










