East Bardhaman News: সাপ ধরতে দেরিতে পৌঁছে সাপুড়েকে মার বনকর্মীর! বর্ধমানে বন দফতরে সাপুড়েদের বিক্ষোভ, জানানো হল বিকল্প কর্মসংস্থানের দাবি

Last Updated:

East Bardhaman News: অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সাপুড়ে সমাজের বক্তব্য, এখন সাপ ধরা বা খেলা দেখানোর বিষয়টি অনেকটাই কমে গিয়েছে। তাই তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।

বন দফতরের সামনে বিক্ষোভ
বন দফতরের সামনে বিক্ষোভ
বর্ধমান, সায়নী সরকারঃ বন দফতরে খবর দিলেও নির্দিষ্ট সময়ের মধ্যে বন দফতরের কোনও কর্মী পৌঁছয়নি। বিপদের মুখে থাকা এক পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এক সাপুড়ে। সাপের হাত থেকে রক্ষা করলেও তাঁর কপালে জুটেছিল বেধড়ক মার। এরই প্রতিবাদে শুক্রবার বর্ধমান জেলা বন দফতরে লিখিত অভিযোগ দায়ের সহ বিক্ষোভ দেখালেন আদিবাসী জনজাতি বেদিয়া ও মাঙ্গতা সম্প্রদায়ের মানুষজন।
এদিন বর্ধমান জেলা বনাধিকারিককে দেওয়া স্মারকলিপিতে অভিযোগকারীরা জানিয়েছেন, গত ১৪ নভেম্বর বর্ধমানের দেওয়ানদিঘী এলাকায় মান্তু মিস্ত্রি নামে এক ব্যক্তির বাড়িতে সাপ ঢোকে। তিনি সঙ্গে সঙ্গে বন দফতরে খবর পাঠান। কিন্তু প্রায় ৩-৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ না আসায় তিনি সাপুড়ে সঞ্জিত মালকে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন সঞ্জিতবাবু এবং সাপটিকে উদ্ধার করেন।
advertisement
আরও পড়ুনঃ বিস্ফোরণের পর নিরাপত্তার ঘেরাটোপ, কালনায় তল্লাশিতে নামল জিআরপি–আরপিএফ
এরপর সেখানে বন দফতরের লোকজন পৌঁছয়। সঞ্জিতবাবুর অভিযোগ, তাঁর ওপর চড়াও হন বন দফতরের কর্মী রবি দাস। তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর জাতি তুলে গালিগালাজ করা হয়। কেন তিনি সাপ ধরেছেন তার কৈফিয়তও চাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় গোটা সাপুড়ে সমাজ ক্ষোভে ফেটে পড়ে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার তাঁরা বন দফতরে বিক্ষোভ দেখান। অভিযুক্ত রবি দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সাপুড়ে সমাজের বক্তব্য, এখন সাপ ধরা বা খেলা দেখানোর বিষয়টি অনেকটাই কমে গিয়েছে। তাই তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি সাপুড়ে সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ১৯৭২ সালের পর বন্যপ্রাণ আইন বলবত হওয়ার পর থেকে তাঁদের ওপর ক্রমাগত আক্রমণ নেমে আসছে। এই অবস্থায় তাঁদের সুস্থভাবে জীবনধারণ করা অসম্ভব হয়ে উঠছে। তাই এবার তাঁরা সরকারের কাছে বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। অপরদিকে, এদিন জেলা বনাধিকারিক না থাকায় রেঞ্জ অফিসার (বর্ধমান রেঞ্জ) জানিয়েছেন, সাপুড়েদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। এই ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: সাপ ধরতে দেরিতে পৌঁছে সাপুড়েকে মার বনকর্মীর! বর্ধমানে বন দফতরে সাপুড়েদের বিক্ষোভ, জানানো হল বিকল্প কর্মসংস্থানের দাবি
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement