Sabuj Shree scheme: মেয়ের বিয়ের বড় খরচ জোগাতে পারে রাজ্যের এই প্রকল্প, আবেদনের কোনও ঝামেলা নেই! অনেকেই জানেন না
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Sabuj Shree scheme: এবার সদ্যজাতদের ভবিষ্যৎ পরিকল্পনা করে বাড়ি ফেরার পথে তাদের জন্য একটি মেহেগনি চারা দেওয়া হচ্ছে।
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: প্রবল শীতের হাত থেকে বাঁচতে, নবজাতকদের গরম বস্ত্র উপহার তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সুপার স্পেশালিটি হাসপাতালের সদ্যজাতদের মায়ের হাতে একটি গোলাপ, একটি মেহেগনি গাছের চারা, ও শিশুদের গরম বস্ত্র তাদের মায়েদের হাতে তুলে দেওয়া হয়।
মন্ত্রীর সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী সুব্রত রায়সহ বিশিষ্টজনেরা। হাসপাতালে হাজির হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আগে দাইমা সন্তান প্রসব করাতেন। কিন্তু এখন সবাই হাসপাতালমুখী হন। সেখানেই সুরক্ষিতভাবে সন্তান প্রসব করেন। আর সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রসূতিরা অনেক সুযোগ সুবিধা পান। বিনা খরচে হাসপাতালে চিকিৎসা হয়।
advertisement
advertisement
কিন্তু এবার সদ্যজাতদের ভবিষ্যৎ পরিকল্পনা করে বাড়ি ফেরার পথে তাদের জন্য একটি মেহেগনি চারা দেওয়া হচ্ছে। কারণ সন্তানের সঙ্গে এই গাছও একদিন বড় হয়ে উঠবে। ছেলেমেয়েরা বিবাহ উপযুক্ত হলে বা কর্মজীবন শুরু করলে এই গাছ তাদের সাহায্য করবে। অর্থের প্রয়োজনে এই গাছ বিক্রি করা যাবে কোনওরকম সমস্যা ছাড়া। আর মেহেগনি গাছের বাজারে যা দাম, তাতে বিক্রির সময় হাতে মোটা টাকা আসবে বলেই বিশেষজ্ঞদের মত।
advertisement
কারণ পরবর্তীতে এই গাছ কাটতে হলে বন দফতরের কাছে থেকে আলাদা করে কোনওরকম অনুমতি নিতে হবে না। গাছের সঙ্গে যে সবুজশ্রী সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাতেই কাজ হবে। ফলে সন্তানের সঙ্গে গাছটির লালনপালন করতে পারলে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা যাবে, তেমনভাবে প্রয়োজনের সময় অর্থের জোগান দেবে। অন্যদিকে সমাজসেবী সুব্রত রায় জানান, ২০০ জন নবজাতকের জন্য তিনি গরম জামার ব্যবস্থা করেছেন। ভবিষ্যতে এই ধরনের কাজ আরও করতে চান তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Dec 29, 2025 5:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sabuj Shree scheme: মেয়ের বিয়ের বড় খরচ জোগাতে পারে রাজ্যের এই প্রকল্প, আবেদনের কোনও ঝামেলা নেই! অনেকেই জানেন না









