Bio Gas Plant: বিদ্যুৎ খরচ কমে তলানিতে, লাগবে না এলপিজি সিলিন্ডার! বাঁচবে কাঁড়ি কাঁড়ি টাকা, গোরব দিলেই মিলবে সব পরিষেবা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Alipurduar Bio Gas Plant: গোবর গ্যাস প্রকল্পেই চিন্তা কমেছে বাসিন্দাদের। টাকা নয় বরং গোবরের বদলে মিলবে বিদ্যুৎ, জ্বালানি গ্যাস ও পানীয় জলের পরিষেবা।
কালচিনি, অনন্যা দে: রাজাভাতখাওয়া এলাকায় তৈরি গোবর গ্যাস প্রকল্পেই চিন্তা কমেছে বাসিন্দাদের। টাকা নয় বরং গোবরের বদলে মিলবে বিদ্যুৎ, জ্বালানি গ্যাস ও পানীয় জলের পরিষেবা। বিদ্যুৎ বিলের চিন্তা কমেছে তাঁদের। আলিপুরদুয়ার জেলা পরিষদের পক্ষ থেকে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের রাভা বস্তিতে বাস্তবায়িত হয়েছে এই গোবর্ধন বায়ো গ্যাস প্রকল্প।
এই প্রকল্পের অধীনে বায়োগ্যাসের মাধ্যমে জ্বলছে বাতি, রান্নার গ্যাস। পাশাপাশি, জনগণ পাচ্ছে পানীয় জলের পরিষেবাও। বর্তমানে এই এলাকার বাসিন্দা মানিক রাভার বাড়িতে বসেছে এই প্রকল্পের যন্ত্রাংশ। যেখানে গোবর দিলেই তা বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন হয়ে যাচ্ছে। তার থেকেই জ্বলছে আলো, রান্নার গ্যাস, পাশাপাশি প্রদান করা সম্ভব হচ্ছে পানীয় জলের পরিষেবাও। তবে বর্তমানে মানিক রাভার বাড়িতে এর যন্ত্রাংশ থাকায় তিনি এই পরিষেবা পেলেও, এলাকার প্রায় দশটি বাড়িতে এই পরিষেবা প্রদানের লক্ষমাত্রা রয়েছে প্রশাসনের।
advertisement
advertisement
সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে কাজও। খুব শীঘ্রই সেই কাজও সম্পন্ন হবে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। এই এলাকায় প্রায় তিনশো পরিবারের বসবাস। আর অধিকাংশ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও পশুপালন। ফলে বাসিন্দারা টাকার বদলে শুধুমাত্র গোবর দিলেই প্রয়োজনীয় পরিষেবাগুলি পাবেন। গত ২০২৪ সালে জেলা পরিষদ তরফে ৩৫ লক্ষ টাকা বরাদ্দে এই গোবর্ধন প্রকল্পের কাজ রাজা ভাতখাওয়া রাভা বস্তিতে সম্পন্ন হয়েছে।
advertisement
আরও পড়ুন: পুরুলিয়া ঘোরার আনন্দ দ্বিগুণ, পাঁচদিনের মেগা আয়োজন! নাচে-গানে জয়চণ্ডী পাহাড়ের কোলে জমাটি উৎসব
কালচিনি ব্লক তথা আলিপুরদুয়ার জেলায় এই প্ৰথম বায়োগ্যাসের এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এই রাভা বস্তিতে এই বায়োগ্যাস পরিচালনের দায়িত্বে রয়েছেন মানিক রাভা নামের একজন বাসিন্দা। তাকে এ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। প্রত্যন্ত এলাকায় এরকম এক প্রকল্প হওয়ায় খুশি বাসিন্দারাও। তাঁদের কথায়, এলাকার অনেকেরই রান্নার গ্যাস কেনার সামর্থ নেই। ফলেপ্রাণের ঝুঁকি নিয়ে অনেকেই জ্বালানি কাঠ সংগ্রহ করেন বন থেকে। তার বদলে যদি গোবর দিয়েই জ্বালানি গ্যাস, বিদ্যুৎ ও জলের পরিষেবা মেলে তাহলে অনেক টাকাই সাশ্রয় হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এই রাভা বস্তির বাসিন্দা মানিক রাভা বলেন, “বর্তমানে এই বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি গ্যাস এবং দরকারে আলো জ্বালানো যাচ্ছে। এরজন্য প্রতিদিন ২৫ কেজির মতো গোবরের প্রয়োজন হচ্ছে। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বায়োগ্যাস উৎপাদনকারী যন্ত্রাংশ চালানোর জন্য মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল। তা চালাতে প্রশাসনের সহায়তা মিললে আরও ভালভাবে এই প্রকল্প চলবে।” যদিও এই বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত যন্ত্রাংশের বিদ্যুতের খরচ রাজা ভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত দফতর থেকে দেওয়া হবে বলে জানানো হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 29, 2025 3:57 PM IST









