East Bardhaman News: আচমকা শ্বাসকষ্ট, তারপরেই সব শেষ! পূর্বস্থলীর গৃহবধূর আকস্মিক মৃত্যু, পিটিয়ে খু*নের অভিযোগ মায়ের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
East Bardhaman News: জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকা শ্বাসকষ্ট অনুভব হয় ওই গৃহবধূর। এরপর তাঁর মৃত্যু হয়। মেয়েকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতার মা। পূর্বস্থলী থানায় এসে এমন অভিযোগ তোলেন তিনি।
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ বিয়ের পর থেকেই মেয়ের উপর নানাভাবে অত্যাচার করা হত। মাঝেমধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ, এমনকি ঠিক মতো খেতে দেওয়া হতো না বলেও অভিযোগ। এসবের প্রতিবাদ করলেই জুটত মারধর। শুক্রবারও এমন মারধরের জেরে মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুললেন গৃহবধূর মা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে এই ঘটনা ঘটেছে। মৃতার নাম নাজমা বিবি (২৪)।
জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকা শ্বাসকষ্ট অনুভব হয় নাজমার। এরপর তাঁর মৃত্যু হয়। মেয়েকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নাজমার মা। শনিবার পূর্বস্থলী থানায় এসে এমন অভিযোগ তোলেন তিনি।
আরও পড়ুনঃ বাইক নিয়ে বন্ধুর সঙ্গে বেরিয়ে সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় তরতাজা যুবকের মৃত্যু, পরিবারে হাহাকার
জানা গিয়েছে, পিলা পঞ্চায়েতের বরডাঙা এলাকার যুবক হাসান মন্ডলের সঙ্গে গত ৯ বছর আগে ওই এলাকারই নাজমা বিবির বিয়ে হয়। বিয়ের প্রথম কয়েক বছর সবকিছু ঠিক থাকলেও পরবর্তী সময় স্ত্রীকে ঠিক মতো খেতে না দেওয়া, বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সহ নানা বিষয়ে হাসান স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নাজমার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ। মৃত ওই গৃহবধূর মা পূর্বস্থলী থানায় এসে সংবাদমাধ্যমকে জানান, মেয়েকে মারধর করে মেরে ফেলা হয়েছে, আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অন্যদিকে হাসান মন্ডলের দাদা ফিরোজ মন্ডলের দাবি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে। গতকাল নানা রকম খাওয়াদাওয়া করেছিল ভাইয়ের স্ত্রী। সেই থেকেই তাঁর শ্বাসকষ্ট অনুভব হয়। এরপর হঠাৎ গ্যাস ফর্ম করে সম্ভবত তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই সমস্তটা পরিষ্কার হবে। ঘটনার পর হাসান মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে পূর্বস্থলী থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 22, 2025 4:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: আচমকা শ্বাসকষ্ট, তারপরেই সব শেষ! পূর্বস্থলীর গৃহবধূর আকস্মিক মৃত্যু, পিটিয়ে খু*নের অভিযোগ মায়ের

