East Bardhaman News: শীতের রাতে জোড়া দোকানে হানা ৪ চোরের! নিয়ে গেল কাজু, কিসমিস, পারফিউম-সহ দামি সামগ্রী
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: শীতের দাপট বাড়তেই পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী থানা এলাকায় গভীর রাতে ঘটে গেল ভয়াবহ চুরি।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: শীতের দাপট বাড়তেই পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী থানা এলাকায় গভীর রাতে ঘটে গেল ভয়াবহ চুরি। একই রাতে দু’টি আলাদা দোকানে চুরি করে প্রায় লক্ষাধিক টাকার সরঞ্জাম ও খাদ্যসামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে দোকান খুলতেই ঘটনা সামনে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
জানা গিয়েছে, তেলেনীও পাড়া বাজার এলাকার মানিকচন্দ্র দাসের ইলেকট্রিক সামগ্রীর দোকানের সাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। দোকান মালিক ও কর্মচারীরা সকালবেলা দোকান খুলতে এসে দেখেন দোকানের ভিতর তছনছ হয়ে রয়েছে। নিখোঁজ বহু বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে একটি নামী কোম্পানির প্রায় ১ লক্ষ টাকার বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানদার।
advertisement
আরও পড়ুন: মাস কয়েক আগেই ছেড়ে গিয়েছে বউ! বাড়িতে স্বামীর পচা-গলা দেহ, নিচের তলায় থেকেও টের পেলেন না কেউ
advertisement
অন্যদিকে, বৈদ্যপুর এলাকার বাসিন্দা জয়ন্ত দেবনাথের মুদিখানা দোকানেও একই রাতে হানা দেয় চোরের দল। সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডেড খাদ্য সামগ্রী যেমন কাজু, কিসমিস, পারফিউম-সহ বহু মূল্যবান জিনিসপত্র ও নগদ কয়েন নিয়ে পালায় তারা। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারজন চোর সাটারের লক ভেঙে দ্রুততার সঙ্গে দোকানের ভেতরে ঢুকে সামগ্রী লুট করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুদির দোকানের মালিক জয়ন্ত দেবনাথ বলেন, “বেশ কিছু দামি জিনিস নিয়ে গেছে চোরেরা। পুলিশ এসেছে, তদন্ত চলছে।” ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। একই রাতে দুই দোকানে চুরির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতের টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
December 04, 2025 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: শীতের রাতে জোড়া দোকানে হানা ৪ চোরের! নিয়ে গেল কাজু, কিসমিস, পারফিউম-সহ দামি সামগ্রী

