East Bardhaman News: শীতের রাতে জোড়া দোকানে হানা ৪ চোরের! নিয়ে গেল কাজু, কিসমিস, পারফিউম-সহ দামি সামগ্রী

Last Updated:

East Bardhaman News: শীতের দাপট বাড়তেই পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী থানা এলাকায় গভীর রাতে ঘটে গেল ভয়াবহ চুরি।

সিসিটিভি ফুটেজ 
সিসিটিভি ফুটেজ 
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: শীতের দাপট বাড়তেই পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী থানা এলাকায় গভীর রাতে ঘটে গেল ভয়াবহ চুরি। একই রাতে দু’টি আলাদা দোকানে চুরি করে প্রায় লক্ষাধিক টাকার সরঞ্জাম ও খাদ্যসামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে দোকান খুলতেই ঘটনা সামনে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
জানা গিয়েছে, তেলেনীও পাড়া বাজার এলাকার মানিকচন্দ্র দাসের ইলেকট্রিক সামগ্রীর দোকানের সাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। দোকান মালিক ও কর্মচারীরা সকালবেলা দোকান খুলতে এসে দেখেন দোকানের ভিতর তছনছ হয়ে রয়েছে। নিখোঁজ বহু বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে একটি নামী কোম্পানির প্রায় ১ লক্ষ টাকার বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানদার।
advertisement
advertisement
অন্যদিকে, বৈদ্যপুর এলাকার বাসিন্দা জয়ন্ত দেবনাথের মুদিখানা দোকানেও একই রাতে হানা দেয় চোরের দল। সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডেড খাদ্য সামগ্রী যেমন কাজু, কিসমিস, পারফিউম-সহ বহু মূল্যবান জিনিসপত্র ও নগদ কয়েন নিয়ে পালায় তারা। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারজন চোর সাটারের লক ভেঙে দ্রুততার সঙ্গে দোকানের ভেতরে ঢুকে সামগ্রী লুট করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুদির দোকানের মালিক জয়ন্ত দেবনাথ বলেন, “বেশ কিছু দামি জিনিস নিয়ে গেছে চোরেরা। পুলিশ এসেছে, তদন্ত চলছে।” ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। একই রাতে দুই দোকানে চুরির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতের টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: শীতের রাতে জোড়া দোকানে হানা ৪ চোরের! নিয়ে গেল কাজু, কিসমিস, পারফিউম-সহ দামি সামগ্রী
Next Article
advertisement
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও সেই ধারা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে, পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও তা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হবে
  • গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল !

  • ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে

  • পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে

VIEW MORE
advertisement
advertisement