Student Friendship: বন্ধু থাকলে পথ আটকায় না! স্কেটিং করে এক বন্ধু, আরেকজন সাইকেলে! গন্তব্য হাজারদুয়ারি
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman Student Friendship: পড়াশোনার চাপে যখন অধিকাংশের জীবন চার দেওয়ালে বন্দি, তখন এই দুই বন্ধু মেতেছেন অভিনব ভ্রমণে।
ভাতার, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: “ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে…” সেই গানের সুর যেন ধরা দিয়েছে বাস্তবে। পড়াশোনার চাপে যখন অধিকাংশের জীবন চার দেওয়ালে বন্দি, তখন এই দুই বন্ধু মেতেছেন এক অভিনব নেশায়। পড়াশুনার পাশাপাশি দুই বন্ধুর নেশা ভ্রমণ করা। একজন যায় স্কেটিং করে আর একজন সাইকেলে নিয়ে যান নানান স্থানে। কারণ এক জন স্কেটিং জানলেও অন্যজন জানেন না। কিন্ত তাতে কি, স্কেটিং জানা বন্ধুর পাশে সাইকেল নিয়ে পাল্লা দিচ্ছে অপর বন্ধু।
পূর্ব বর্ধমানের দুই পড়ুয়া একজন সাইকেল নিয়ে অন্যজন স্কেটিং করে ভ্রমণ করছে নানান স্থান। এবার তারা যাচ্ছে মুর্শিদাবাদ হাজারদুয়ারি দেখতে। পূর্ব বর্ধমান জেলার কামালপুরের বাসিন্দা রবিউল এবং গোলাম রসুল। পড়াশোনার পাশাপাশি নানান শিক্ষা মূলক স্থান ঘোরার নেশা ছোট থেকেই। গোলাম রসুল স্কেটিং জানলেও রবিউল জানেন না স্কেটিং করতে। কিন্তু বন্ধুর সঙ্গে থাকলে কোনও বাধা রাস্তা আটকাতে পারে না।
advertisement
advertisement
তাই রবিউল এই সফরে সঙ্গী করে নিয়েছে সাইকেল। সঙ্গে যদি থাকে বন্ধু, তবে ইচ্ছা থাকলে উপায় হয়। তারই জলজ্যান্ত প্রমান দুই বন্ধু রবিউল এবং গোলাম রসুল।রবিউল বলেন, পড়াশোনার পাশাপাশি নানান জায়গা ঘুরতে ভালবাসি। তাই দুই বন্ধু কামালপুর থেকে হাজারদুয়ারির উদ্যেশ্য বেড়িয়ে পরেছি। আমার বন্ধু গোলাম স্কেটিং করে যাচ্ছে,আমি সাইকেল নিয়ে যাচ্ছি। এর পরেও আরও বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তাদের। এভাবেই একসঙ্গে তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ঘুরে বেড়াতে চান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে রবিউল জানায়, তার বন্ধু গোলামের এটি প্রথম ভ্রমণ নয়। এর আগে গোলাম পাথরচাপুরি গিয়েছিল স্কেটিং করে। নানান চড়াই-উতরাই পেরিয়ে দুই বন্ধুর এই এগিয়ে চলেছে তাদের গন্তব্যের লক্ষ্যে। যান্ত্রিক যুগে যখন বন্ধুত্ব অনেক সময় সোশ্যাল মিডিয়ার ‘লাইক-কমেন্টে’ সীমাবদ্ধ, তখন রবিউল ও গোলাম রসুল দেখালেন বাস্তবে কীভাবে একে অপরের সঙ্গী হওয়া যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 01, 2026 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Friendship: বন্ধু থাকলে পথ আটকায় না! স্কেটিং করে এক বন্ধু, আরেকজন সাইকেলে! গন্তব্য হাজারদুয়ারি







