East Bardhaman News: বর্ধমান থেকে কেরল যাওয়ার পথে গায়েব ২৫ টন গোবিন্দভোগ চাল-সহ আস্ত লরি! মাথায় হাত মিল মালিকের
- Reported by:Saradindu Ghosh
- local18
- Published by:Madhab Das
Last Updated:
East Bardhaman News: চাল চুরি! তাও আবার গোবিন্দভোগ চাল। অবাক লাগলেও এবার এমনই ঘটনা ঘটতে দেখা গেল! ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা এক দু'বস্তা নয়, একেবারে ২৫ টন গোবিন্দভোগ চাল উধাও হওয়ার ঘটনা ঘটতে দেখা গেল।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: চাল চুরি! তাও আবার গোবিন্দভোগ চাল। অবাক লাগলেও এবার এমনই ঘটনা ঘটতে দেখা গেল! ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা এক দু’বস্তা নয়, একেবারে ২৫ টন গোবিন্দভোগ চাল উধাও হওয়ার ঘটনা ঘটতে দেখা গেল। গোবিন্দভোগ চালের পাশাপাশি আবার উধাও হয়েছে চাল বহনকারী ট্রাকটিও।
ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, রাইস মিল থেকে কেরল যাওয়ার পথে ২৫ টন গোবিন্দভোগ চাল-সহ গায়েব হয়ে যায় চাল বহনকারী লরিটিও। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় রাইস মিল কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত একটি রাইস মিল থেকে ২৫ টন গোবিন্দ ভোগ চাল বোঝাই একটি লরি উধাও হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মাধবডিহি থানার পুলিশ।
advertisement
advertisement
রাইস মিল মালিক সনৎ দত্ত জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর থেকে লরির চালক বা গাড়ির মালিক কারও সঙ্গেই আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্দেহ হওয়ায় লরির নম্বর ধরে খোঁজ শুরু করে রাইস মিল কর্তৃপক্ষ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ব্যবহৃত লরির নম্বরটি সম্পূর্ণ ভুয়ো এবং গাড়ির মালিকানার তথ্যও জাল। অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, এর আগেও একাধিকবার চাল বোঝাই লরি হাইজ্যাকের ঘটনা ঘটেছে। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সেসব ক্ষেত্রে লরি উদ্ধার সম্ভব হয়েছে। তাঁর আশা, এবারও পুলিশ দ্রুত চাল ও লরি উদ্ধার করতে পারবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Dec 26, 2025 1:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমান থেকে কেরল যাওয়ার পথে গায়েব ২৫ টন গোবিন্দভোগ চাল-সহ আস্ত লরি! মাথায় হাত মিল মালিকের









