ভিন রাজ্য থেকে পাখি এনে পাচার! বাস থামিয়ে তল্লাশি বন দফতরের, উদ্ধার ১৫০ রোজ রিংড প্যারাকিট

Last Updated:

বেআইনিভাবে পাখিগুলোকে বাসে করে বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বর্ধমানে। অন্যত্র পাচারের উদ্দেশ্যে।

টিয়া পাখি
টিয়া পাখি
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: সড়কপথে পাচারের আগেই বন দফতরের তৎপরতায় উদ্ধার দেড়শোটি টিয়া পাখি। বেআইনিভাবে পাখিগুলোকে বাসে করে বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বর্ধমানে। অন্যত্র পাচারের উদ্দেশ্যে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দেড়শোটি টিয়া পাখি উদ্ধার করে বর্ধমান বন বিভাগ। খাঁচাবন্দি টিয়া পাখিগুলো আপাতত বন দফতরের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উদ্ধার হওয়া টিয়াগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ অসাধ্য সাধন! ১০ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে! নজির গড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ
বর্ধমান বিভাগের বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানান, উদ্ধার হওয়া টিয়া পাখিরগুলো রোজ রিংড প্যারাকিট প্রজাতির। এগুলো বেশিরভাগই বিহার, ঝাড়খন্ডের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। শুক্রবার ভোরে বন দফতরের কাছে গোপন সূত্রে খবর আসে, আসানসোলের দিক থেকে বাসে করে প্রচুর সংখ্যক টিয়া পাখি পাচারের উদ্দেশ্যে বর্ধমানের দিকে নিয়ে আসা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই খবরের ভিত্তিতে বর্ধমানের বাজেপ্রতাপপুরে শোলাপুকুর এলাকায় হানা দিয়ে দুটি খাঁচায় প্রায় দেড়শোটির মতো টিয়াপাখি উদ্ধার করেন বন দফতরের অফিসাররা। বেআইনিভাবে পাখিগুলোকে বাসে করে বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বর্ধমানে, অন্যত্র পাচারের উদ্দেশ্যে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। খাঁচাবন্দি টিয়াগুলো আপাতত বন দফতরের তত্ত্বাবধানে রাখা হয়েছে।প্রাথমিক চিকিৎসার পর টিয়াগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিন রাজ্য থেকে পাখি এনে পাচার! বাস থামিয়ে তল্লাশি বন দফতরের, উদ্ধার ১৫০ রোজ রিংড প্যারাকিট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement