জলের তলায় স্বাস্থ্যকেন্দ্র! পৌঁছতে পারছে না রোগী, পরিষেবা সচল রাখতে নতুন ফন্দি পঞ্চায়েতের

Last Updated:

দোকানে স্বাস্থ্য পরিষেবা! জলমগ্ন কাটোয়ার পঞ্চাননতলা স্বাস্থ্য উপকেন্দ্র বসেছে অস্থায়ী দোকানের মধ্যে।

+
দোকানে

দোকানে স্বাস্থ্য উপকেন্দ্র 

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: দোকানে স্বাস্থ্য পরিষেবা! জলমগ্ন কাটোয়ার পঞ্চাননতলা স্বাস্থ্য উপকেন্দ্রের পরিষেবা এখন মিলছে অস্থায়ী দোকানে। সরকারি স্বাস্থ্য উপকেন্দ্র চলছে একটি দোকানঘরের মধ্যে! এমনও সম্ভব! পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের পঞ্চাননতলা স্বাস্থ্য উপকেন্দ্র জলে ডুবেছে। তাই অস্থায়ীভাবে একটি দোকান থেকেই চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আর তাতেই দুর্ভোগের শিকার স্থানীয় মানুষজন। স্বাস্থ্যকেন্দ্রের মূল ভবন ও তার প্রবেশ পথ এখনও জলের তলায়। দুটি ঘর ডুবে রয়েছে। কচুরিপানা আর বিষধর সাপের উপদ্রবও রয়েছে।
এই অবস্থায় পঞ্চায়েতের উদ্যোগে এলাকার একটি দোকানে অস্থায়ীভাবে সপ্তাহে দু’দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়েছে। স্বাস্থ্য উপকেন্দ্রের মহিলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অন্বেষা পাল বললেন, “পুরানো সাব-সেন্টারের রুমে জল জমে রয়েছে। সেই কারণে পঞ্চায়েত থেকে এখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে অসুবিধা তো হয়ই, কোনও ওয়েটিং রুম নেই সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়। আমাদেরও বসার ঠিকঠাক জায়গা নেই।”
advertisement
আরও পড়ুনঃ চুরি আটকে দেওয়ায় তীব্র আক্রোশ! পিকআপ ভ্যান দিয়ে দুই যুবককে পিষে মারার চেষ্টা, তারপর যা হল…
এই স্বাস্থ্য উপকেন্দ্র মূলত সদ্যোজাত শিশুদের টিকাকরণ, মায়েদের চিকিৎসা ও প্রাথমিক চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য পরিচিত। কিন্তু অস্থায়ী দোকানঘরে চিকিৎসা চলায় তৈরি হয়েছে একাধিক সমস্যা। নেই রোগীদের বসার সঠিক জায়গা, খোলা আকাশের নীচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সদ্যোজাত শিশু ও তাদের মায়েদের। বর্ষার সময় বৃষ্টিতে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। চিকিৎসা নিতে আসা বহু রোগীকেই পড়তে হচ্ছে নানা অসুবিধার মুখে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাসছে ‘পাট ক্ষেত – ফুলের মাঠ’, তলিয়ে যাচ্ছে স্বপ্ন! কী করবে এখন মানুষ?
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেন, “ওখানে জল জমে আছে বলেই এই দোকানে আসতে হচ্ছে। অসুবিধা তো হচ্ছে কিন্তু কী করব! একটা বসার জায়গা নেই, যাঁরা বাচ্চা নিয়ে এসেছে তাদের আরও বেশি কষ্ট।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এই স্বাস্থ্য উপকেন্দ্রের পাশেই বাঁধমুড়া এলাকায় একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। কিন্তু অনেকেই সেখানে যেতে নারাজ। তাই বাধ্য হয়েই এই অস্থায়ী দোকানেই পরিষেবা চালু রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ সালাউদ্দিন বলেন, “ওই পুরানো সাব-সেন্টার সংস্কার করার প্রয়োজন রয়েছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষ চাইছেন যেন এই স্বাস্থ্য উপকেন্দ্রটিকে নতুন ভাবে সংস্কার করা হয় এবং সেখান থেকেই সকলকে পরিষেবা প্রদান করা হয়।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলের তলায় স্বাস্থ্যকেন্দ্র! পৌঁছতে পারছে না রোগী, পরিষেবা সচল রাখতে নতুন ফন্দি পঞ্চায়েতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement