East Bardhaman News: ভরা রাস্তায় আগুন! বর্ধমানে দাউ দাউ করে জ্বলল ট্রলি ভ্যান, নিমেষের মধ্যে পুড়ে ছাই সব

Last Updated:

East Bardhaman News: এই অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ইঞ্জিনের আগুন ট্রলিতে বোঝাই খড়ে ছড়িয়ে পড়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ।

ট্রলি ভ্যান জ্বলছে
ট্রলি ভ্যান জ্বলছে
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়ঃ খড় বোঝাই ট্রলি ভ্যানে আগুন। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লোচনদাস সেতুতে ঘটনাটি ঘটেছে। সেতুর উপরে দাঁড়িয়ে খড়ের সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় ট্রলি ভ্যান। জ্বলতে থাকা খড়ের গাড়িকে পাশ কাটিয়ে যানবাহন চলাচল করতে থাকে।
এই অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ভাতাড় থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণ করে মঙ্গলকোট থানার পুলিশ।
আরও পড়ুনঃ বর্ধমানের রাস্তায় ধুন্ধুমার অভিযান! ফিল্মি কায়দায় চারচাকা গাড়ি ধাওয়া পুলিশের, ৮৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ২
পুলিশ সূত্রে জানা যায়, ওভারলোড খড় বোঝাই ট্রলি কাটোয়া যাচ্ছিল। বীরভূমের নানুর এলাকা থেকে প্রায়ই খড় বোঝাই ট্রলি লোচনদাস সেতু হয়ে কাটোয়া যায়। এটিও কাটোয়াই যাচ্ছিল। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ইঞ্জিনের আগুন ট্রলিতে বোঝাই খড়ে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ।
advertisement
advertisement
বিগত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এভাবে খড়বোঝাই ট্রলি ভ্যান জ্বলে যাওয়ার ঘটনা বিরল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। সেই তদন্তে কী সামনে আসে সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ভরা রাস্তায় আগুন! বর্ধমানে দাউ দাউ করে জ্বলল ট্রলি ভ্যান, নিমেষের মধ্যে পুড়ে ছাই সব
Next Article
advertisement
Purba Bardhaman News: লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
  • মেমারির মহেশডাঙায় ধানের পালুইয়ে আগুন। দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ালো এলাকা।মেমারি থানার অধীনে মহেশডাঙা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকায় শনিবার সকালে বড়সড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল।

VIEW MORE
advertisement
advertisement